বুধবার, ২৬ মে, ২০২১, ১২:০৬:০৩

নির্ভুলভাবে তিনি বলে দিতে পারেন ঘূর্ণিঝড়ের গতিবেগ, যা এখনো পর্যন্ত ভুল প্রমাণিত হয়নি

নির্ভুলভাবে তিনি বলে দিতে পারেন ঘূর্ণিঝড়ের গতিবেগ, যা এখনো পর্যন্ত ভুল প্রমাণিত হয়নি

এক্সক্লুসিভ ডেস্ক: নির্ভুলভাবে তিনি বলে দিতে পারেন ঘূর্ণিঝড়ের গতিবেগ। অনেকেই বলেন ঘূর্ণিঝড় বশ করার মতন ক্ষমতা রয়েছে তার। ২০০৮ সাল থেকে ঘূর্ণিঝড় নিয়ে তার ভবিষ্যৎ বাণী এখনো পর্যন্ত ভুল প্রমাণিত হয়নি। তার ভবিষ্যৎ বাণীর ফলে আগাম সতর্কতা গ্রহণ করতে পেরেছে ঘূর্ণিঝড় কবলিত রাজ্যগুলো, যার ফলে বেঁচে গিয়েছে বহু মানুষের প্রাণ। তিনি হলেন মৃত্যুঞ্জয় মহাপাত্র, তবে সকলে তাকে 'সাইক্লোন ম্যান' বলেই চেনেন।    

আবহাওয়া বিজ্ঞান যেন মৃত্যুঞ্জয় বাবুর একেবারে নখদর্পণে। ফাইলিন, হুদহুদ, তিতলি, মেকুনু, ফণি ইত্যাদি ঘূর্ণিঝড়গুলোর ক্ষেত্রে সঠিক সময়ে সঠিক পূর্বাভাস দিয়েছেন তিনি। গত বছর তার দেওয়া আমফান ঘূর্ণিঝড়ের সঠিক পূর্বাভাস এবং ঝড়ের গতি প্রকৃতি নির্ধারণের ফলে ঝড় মোকাবিলায় আগাম সতর্ক হতে পেরেছিল রাজ্যগুলো, বেঁচে গিয়েছিল বহু মানুষের প্রাণ, যার কারণে রাষ্ট্রপুঞ্জের পক্ষ থেকে প্রশংসিত হয়েছিলেন সাইক্লোন ম্যান মৃত্যুঞ্জয় বাবু।

১৯৯২ সাল থেকে টানা ২৭ বছর আবহাওয়া বিজ্ঞান নিয়ে চর্চা করে চলেছেন মৃত্যুঞ্জয় বাবু। কর্মজীবন শুরু করেছিলেন পুনের আবহাওয়া অফিস থেকে। এরপর উড়িষ্যার বালাসোরে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে বেশ কয়েকদিন কাজ করেন। ২০০৮ সাল থেকে ভারতীয় আবহাওয়া বিজ্ঞানের আঞ্চলিক শাখার প্রধান হিসেবে তিনি নিযুক্ত হন। এই পদে বসার পর থেকে তিনি আজ অব্দি ঘূর্ণি ঝড়ের গতিপথ, গতিবেগ নিয়ে নির্ভুল আপডেট দিয়ে আসছেন। 

২০১৯ সালের আগস্ট মাস থেকে আগামী পাঁচ বছরের জন্য ভারতীয় আবহাওয়া বিজ্ঞান দপ্তরের প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন মৃত্যুঞ্জয় বাবু। অন্যদিকে তিনি ২০১৩ সালে WMO-এর এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য হিসেবেও নির্বাচিত হয়েছিলেন। শুধুমাত্র ভারতে নয় বরং তার পার্শ্ববর্তী দেশগুলোও মৃত্যুঞ্জয় বাবুর ঘূর্ণিঝড় নিয়ে নির্ভুল গণনার ফলে উপকৃত হয়েছে।

মৃত্যুঞ্জয় বাবুর সাইক্লোন নিয়ে নির্ভুল গণনার ফলেই দেশের প্রতিটি আঞ্চলিক আবহাওয়া দপ্তর ঘূর্ণিঝড় সম্পর্কিত আগাম সতর্কতা জারি করতে সক্ষম হয়েছে। সাইক্লোনম্যানের এই বিশেষ জ্ঞানকে বঙ্গোপসাগর, আরব সাগর ও উত্তর ভারত মহাসাগরের ক্রান্তীয় দেশগুলোও প্রশংসা করে। 

তবে মৃত্যুঞ্জয় বাবুর স্পষ্ট বক্তব্য, উন্নত প্রযুক্তিই তার এই নির্ভুল গণনার পেছনের অন্যতম সহায়ক।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে