শুক্রবার, ০৮ জানুয়ারী, ২০১৬, ১১:৪০:৫৫

তেলে নয়, এবার জলে চলবে গাড়ি!

তেলে নয়, এবার জলে চলবে গাড়ি!

এক্সক্লুসিভ ডেস্ক : তেলের টাকা গুনতে গুনতেই পকেট ফাঁকা। রোজই দাম বেড়ে যাচ্ছে তেলের। তাবড় দুনিয়ায় নিত্যনতুন গাড়ি আবিষ্কার হলেও মুশকিল আসান হচ্ছে না। তবে এবার মুশকিল আসান। মুশকিল আসান করছেন রাইজ মোহাম্মদ মাকরানি। তার আবিষ্কৃত গাড়ি তেলে নয়, এবার জলে চলবে! জিনিউজের এক প্রতিবেদনে এমনটাই জানা গেছে। গাড়ি আবিষ্কার করে সোশাল মিডিয়ায় সাড়া ফেলে দিয়েছেন মধ্যপ্রদেশের রাইজ মোহাম্মদ মাকরানি। গাড়িটি চলবে জল ও ক্যালসিয়াম কার্বাইডের মিশ্রণে। অনেক কারখানায় ক্যালসিয়াম কার্বাইড ব্যবহৃত হয় অ্যাসিটিলিন ও ক্যালসিয়াম সায়ানামাইড উৎপাদনে। ক্যালসিয়াম কার্বাইড ও জল একসঙ্গে মেশানো হলে অ্যাসিটিলিন গ্যাস উৎপন্ন হবে, যা দিয়েই চলবে ওয়ান্ডার কার। এতে জ্বালানির খরচ কমবে লিটারপ্রতি ১০ থেকে ২০ টাকা, যা একইসঙ্গে পরিবেশবান্ধবও বটে। মাত্র ৬ মাস সময়ে গাড়িটি তৈরি করেছেন মাকরানি। এরই মধ্যে তার আবিষ্কারের পেটেন্টের জন্য আবেদন জানিয়েছেন তিনি। তার গাড়িটি আবিষ্কারের খবর পৌঁছেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছেও। গাড়ি আবিষ্কারক রাইজ মাত্র টুয়েলভ পাস। কিন্তু যে অসাধ্য সাধন করে ফেলেছেন। তার আবিষ্কৃত গাড়ি হাঁকিয়ে অনেক মানুষ উপকৃত হবে তা আর বলার অপেক্ষা রাখে না। ৮ জানুয়ারি,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে