শুক্রবার, ০৮ জানুয়ারী, ২০১৬, ১১:৫৭:৩৩

বাজারে আসছে স্বর্ণের মোবাইল ফোন!

বাজারে আসছে স্বর্ণের মোবাইল ফোন!

এক্সক্লুসিভ ডেস্ক : শিরোনাম দেখে অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই, স্বর্ণখঁচিত মোবাইল ফোন বাজারে আসছে। নতুন এমন গুঞ্জনে প্রযুক্তি বিশ্বে হৈ চৈ ফেলে দিয়েছে ফিনল্যান্ড-ভিত্তিক প্রতিষ্ঠান নকিয়া। মোবাইল কোম্পানীটি ‘নকিয়া ওরো’ নামের স্বর্ণের একটি ফোন আনতে কাজ করছে। নকিয়া ওরো’তে ১৮ ক্যারেটের স্বর্ণ ব্যবহার করা হবে। তবে পুরো ডিভাইসে স্বর্ণের প্রলেপ থাকবে না। শুধু ফোনটির সামনের অংশটি হবে স্বর্ণখঁচিত। পেছনটা থাকবে চামড়া দিয়ে মোড়ানো। টেক ওয়েব ইনগ্যাজেট জানায়, তবে ফোনটির স্পেশিফিকেশন নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। সিমব্রিয়ান অপারেটিং সিস্টেমচালিত ডিভাইসটিতে ৩.৫ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে থাকবে। এতে থাকবে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। চলতি বছরেই বিশ্ববাজারে আসার কথা স্বর্ণখঁচিত ‌‘নকিয়া ওরো’। সেটটির দাম পড়বে ১১২৬ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৮ হাজার ২৪০ টাকা। ৮ জানুয়ারি,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে