মঙ্গলবার, ০১ জুন, ২০২১, ০২:১৮:২২

দুনিয়াতে অতিরিক্ত ভালো মানুষ এবং নরম হয়ে থাকাটা আসলেই লস প্রজেক্ট

দুনিয়াতে অতিরিক্ত ভালো মানুষ এবং নরম হয়ে থাকাটা আসলেই লস প্রজেক্ট

সাকিব ইসলাম সাইফুল: দুনিয়াতে অতিরিক্ত ভালো মানুষ এবং নরম হয়ে থাকাটা আসলেই লস প্রজেক্ট।  নরম মানুষকে সবাই পেয়ে বসে , সবাই তাকে ভেঙে খায়। যতদিন আপনি কারো বাজে ব্যাবহারের বিপরীতে ; তার মুখের ওপর উচিত জবাব দিতে না শিখবেন , ততদিন মানুষ আপনাকে অপমান করেই যাবে।

কেউ চড় মারার মতো কথা বললে , তাকে চড়টা মেরেই দিতে হবে। ভালো মানুষী করে সেটা পেন্ডিং রাখা উচিত না।  কেউ চড় মারার মতো কথা বলে ;আজকে আপনার কাছ থেকে পার পেয়ে গেলো , কালকে সে আপনাকে আরো বাজে কথা বলবে।  তখন আপনি নিজের মানসিক যন্ত্রণার জন্য আপনি নিজেই দায়ী থাকবেন
 
স্ট্রেইট ফরওয়ার্ড হন , স্পষ্টবাদী হন। কেউ আপনাকে রুড বলবে ,
কেউ আপনাকে এরোগেন্ট বলবে , কেউ বলবে বেয়াদব।  বলুক  ..!!
মাঝে মাঝে নিজের আত্মসম্মান বজায় রাখতে একটু রুড ,এরোগেন্ট হতেই হয়। 

মনে রাখবেন , পৃথিবীর সব কিছুর সাথে আপোষ চলে , কিন্তু নিজের আত্মসম্মান এর সাথে আপোষ চলে নাহ।
Graphic design & video editor
Studied at Dr. Maleka College

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে