এক্সক্লুসিভ ডেস্ক : ছবি কথা বলে। কিন্তু এই ছবিটির পেছনে রয়েছে অন্য কাহিনী। তা দেখে বোঝার উপায় নেই। ছবিতে আপত দৃষ্টিতে মনে হবে কচ্ছপ ও কুমিরের সাথে প্রজাপতির গভীর সম্পর্ক। আসলে এই প্রেমের পেছনে রয়েছে অন্য স্বার্থ।
এই প্রজাপতিদের কাছে সবচেয়ে প্রিয় চোখের পানি। খুশিতে হোক দুঃখের হোক, চোখের কোণায় পানি দেখলেই তাদের তৃষ্ণা আরও বেড়ে যায়।
প্রধানত ব্রাজিল, ফ্লোরিডিয়া জুলিয়া প্রজাপতিরা কচ্ছপ, কুমিরের চোখের পানি পান করে। জুলিয়া প্রজাপতির কিছু অসাধারণ দৃশ্য ক্যামেরাবন্দি করেন আমা লা ভিদা ও জেফ ক্রিমার।
কচ্ছপ, কুমিরের চোখের পানিতে থাকে বিশেষ পুষ্টি যা জুলিয়া প্রজাপতিদের জীবনধারণে খুবই মূল্যবান। তাদের চোখের পানিতে থাকে সোডিয়াম ও অন্যান্য খণিজ পদার্থ। এসব খণিজ প্রজাপতিদের ডিম উৎপাদনে বিশেষ সাহায্য করে থাকে। সূত্র: ওয়েবসাইট
২১ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/