এক্সক্লুসিভ ডেস্ক : অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে এক বিরল প্রজাতির সাদা তিমির দেখা মিলেছে। হেরম্যান মেলভিলের ‘মবি ডিকে’র কাহিনি হয়তো স্মৃতি থেকে মুছে যেতে পার কিন্তু ওই অনবদ্য কাহিনি অবলম্বনে তৈরি হলিউডের সিনেমার কথা নিশ্চয়ই অনেকেরই মনে আছে। ৪৪ বছর পর সাদা তিমিটি দেখে ঠিক সে রকমই এক মবি ডিকের কথা মনে হবে।
এই গোল্ড কোস্ট থেকে অ্যান্টার্কটিকার দিকে উষ্ণ প্রবাহের সন্ধানে ভেসে চলে ২৩,০০০ তিমি। তার মধ্যে এটাই একমাত্র অ্যালবিনো হাম্পব্যাক বলে মনে করছেন বিজ্ঞানীরা।
এই ধরণের অ্যালবিনো তিমি মিগালু নামে পরিচিত। ১৯৯১ সালে প্রথম অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে দেখা মিলেছিল মিগালুর। যদিও, সি ওয়ার্ল্ড মেরিন সায়েন্সেসের ডিরেক্টর ট্রেভর লং জানিয়েছেন এই অ্যালবিনো স্তন্যপায়ী পরিচিত সন অফ মিগালু নামে।
মিগালু দ্য হোয়েল টুইটার পেজ থেকে ছবি টুইট করে জানানো হয়েছে নিউ জিল্যান্ডে দর্শন মেলা এই সাদা তিমির বয়স ৫ বছর।
২১ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/