সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:২৮:৪৬

ভয়ঙ্কর সংবাদ, খোঁজ মিলল দু’মুখো বিষধর কোবরার!

ভয়ঙ্কর সংবাদ, খোঁজ মিলল দু’মুখো বিষধর কোবরার!

এক্সক্লুসিভ ডেস্ক : খোঁজ মিলল বিষধর দু’মুখো কোবরা সাপের।  দক্ষিণ চীনের এক ব্যক্তি সাপের ব্রিড করাতে গিয়ে আবিষ্কার করল এক বিরল কোবরা সাপের।

প্রথমে তিনি বিষয়টা বুঝতে পারেননি।  পরে দেখেন, যে কোবরার ছানাটি বেরিয়েছে, তার দুটি মাথা।  বিরল এই ছোট্ট কোবরা পানি, খাবার কিছু খাচ্ছে না দেখে, সেটিকে চিড়িয়াখানার বিশেষজ্ঞদের হাতে তুলে দেয়ার সিদ্ধান্ত নেন ওই ব্যক্তি।

ন্যানিং জু-এর কর্মকর্তারা জানিয়েছেন, সাপটির গায়ের রঙ গাঢ় খয়েরি।  এটি প্রায় ২০ সেন্টিমিটার লম্বা।  এর দুটি মাথায় সম্পূর্ণ পৃথক দুটি মস্তিষ্ক রয়েছে। এজন্য দুটো মাথাই একেবারে স্বাধীনভাবে নাড়াতে পারে কোবরাটি।  কখনো কখনো নিজের দুই মাথায় ঠোক্করও খায়।

দেখে মনে হয় দুটি মাথা একে অপরের সঙ্গে লড়াই করছে।  তবে চিড়িয়াখানার বিশেষজ্ঞরা বলছেন, কোবরা শরীরটাকে যেরকম 'S' -এর মতো আকার নিয়ে চলাফেরা করে, তাতে দুটি মাথায় ঠোক্কর খাওয়াটা স্বাভাবিক।

দু’মুখো এই সাপটি চীনা কোবরারই একটি প্রজাতি, যেগুলো প্রায় ১.২ মিটার পর্যন্ত লম্বা হয়।  যদিও এই সাপটি কতদিন বাঁচবে সে বিষয়ে সন্দিহান বিশেষজ্ঞরা।  

কারণ ১০দিন হয়ে গেছে, এখনো নিজে কিছু খেতে পারছে না।  কোবরাটির সংক্রমণ প্রতিরোধক ক্ষমতা সম্পর্কেও সংশয় রয়েছে চিড়িয়াখানার বিশেষজ্ঞদের।  সূত্র : ইন্ডিয়ান টাইমস
২১ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে