সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:৩৩:৫১

এবার ব্যাগে রাখার গাড়ি আবিস্কার !

এবার ব্যাগে রাখার গাড়ি আবিস্কার !

এক্সক্লুসিভ ডেস্ক : মানুষ কত কি-ই না আবিস্কার করেছে। বিজ্ঞানও প্রযুক্তির সুবাদে সভ্যতার পালে নিত্য নতুন হাওয়া লাগছে। তাই এবার জাপানিনা আবিস্কার করলেন ব্যাগে বহনযোগ্য গাড়ি। গাড়িটি ট্যাবলেট কম্পিউটারের আকৃতিতে হওয়ায় সহজেই বহনযোগ্য এবং ব্যবহারও সহজ।

গাড়িটি আবিস্কার করেছে জাপানের এক প্রকৌশলী। এটি ১২০ কেজি ওজন বহন করতে পারবে। ঝাঁকুনি থেকেও মুক্ত রাখার ক্ষমতা রয়েছে এ গাড়িটির।


শতাধিক কেজি বহনের ক্ষমতা সম্পন্ন এ গাড়িটির নাম দেওয়া হয়েছে ‘দ্য ওয়াক কার’। ওয়াক কার প্রতি ঘন্টায় ১০ কিলোমিটার অতিক্রম করতে পারে।

 

দ্য ওয়াক কারের আবিষ্কারক প্রকৌশলী কোনাইয়াকি সাতু বলেন, গাড়িটি মূলত বিনোদনের জন্য তৈরি করা হয়েছে। তবে বাণিজ্যিকভাবেও তা ব্যবহার করা হবে।

গণমাধ্যমকে সাতু আরো জানান, বিশ্ববাসী জানুক জাপানের উদ্ভাবনী ক্ষমতা কত। জনাকীর্ণ স্থানে নিরাপদে এ কারের মাধ্যমে সহজে যাতায়াত করা যাবে।

প্রাথমিকভাবে কম সংখ্যক গাড়ি উৎপাদন করা হবে তবে দ্য ওয়াক কারের ছাড়পত্র ও গেজেট প্রকাশের পরে ব্যাপকভাবে উৎপাদন করা হবে বলে সাতু জানান। সূত্র: বিবিসি  
২১ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে