এক্সক্লুসিভ ডেস্ক : লালগ্রহে ওটা কী? উচ্চতা মাত্র আট থেকে দশ সেমি। কফি কাপের থেকেও ছোট। এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে নাসার পাঠানো রোবটের দিকে। নাসার ‘কিউরিওসিটি রোভার’ থেকে পাঠান স্থিরচিত্রে মঙ্গল গ্রহে এমন অদ্ভূত দর্শন ‘মানুষ’কে দেখে অবাক নভোশ্চরেরা।
মানুষেরই মতো, মহিলা মনে হচ্ছে! নাকি নিছকই চোখের ভুল? হয়তো মানুষের আদলে কোনও পাথরের টুকরো। ধন্দে সকলেই। ওই ছবি নিয়ে চাঞ্চল্য সোশ্যাল সাইটগুলিতে। এই প্রথম নয়। এর আগেও নানা পার্থিব জীব–জন্তুর দেখা মিলেছে মঙ্গলে। তবে এখনই এই বিষয়ে মুখ খুলতে নারাজ বিশেষজ্ঞরা।
২১ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/