শনিবার, ০৯ জানুয়ারী, ২০১৬, ১০:১৭:৫৭

সফল হতে নিজেকে ৬ প্রশ্ন করুন

সফল হতে নিজেকে ৬ প্রশ্ন করুন

এক্সক্লুসিভ ডেস্ক : নিজেকে প্রতিষ্ঠিত করতে কতজনে কত কিছুই না করেন।  কারো জীবনে সহজেই সফলতা আসে আবার কারো জীবনে ঘুরেফিরে সফলতা আসে।  এ জন্য প্রয়োজন হয় কঠোর পরিশ্রম আর ত্যাগ স্বীকার।  যারা ধৈর্যের সঙ্গে এ দুটোর মোকাবেলা করেন তাদের জীবনে কোনো না কোনোদিন সফলতা আসবেই।  সফলতার জন্য নিজেকে এই ৬টি প্রশ্ন করুন, দেখবেন নিজে নিজেই উত্তর পেয়ে গেছেন।

বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।


১. কেন আমি এ কাজ করছি?

কোনো একটি কাজ করার আগে তা করার কারণ জেনে নেয়া উচিত।  অন্যথায় কাজটি করার পেছনে মূল উদ্দেশ্য ব্যাহত হতে পারে।

২. আমার বৃহত্তর লক্ষ্য কী?

লক্ষ্য নির্ধারণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।  কোনো নৌকা যেমন লক্ষ্যহীন পথ চললে গন্তব্যে পৌঁছতে পারে না তেমনি জীবনের লক্ষ্য ছাড়া সফলতা পাওয়া যায় না।

৩. আমার শুরুর স্থান কোনটি?

প্রত্যেক বিষয়েরই একটি শুরু ও শেষ রয়েছে।  কোনো বিষয় ভালোভাবে শুরু না করলে তা শেষ করার প্রশ্নই আসে না।  কাজের শুরু ও শেষ পর্যন্ত কোন কোন প্রতিবন্ধকতা আসবে তা জেনে নিতে হবে।  সবকিছুই একটি যুদ্ধের মতো বিষয়।  নিজের শত্রুকে চিহ্নিত করা যুদ্ধ জয়ের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। সর্বাগ্রে নিজের শত্রুদের চিহ্নিত করা উচিত।

৪. আমার কী কী প্রয়োজন?

কোনো বিষয়ে সফলতার জন্য সহায়ক জিনিসের প্রয়োজন হতে পারে।  এসব জিনিসের প্রয়োজনীয়তা জেনে নিয়ে চাহিদা পূরণে চেষ্টা করা উচিত।
নিজের জন্য কার কার সহায়তা প্রয়োজন তা জেনে নিয়ে তাদের কাছাকাছি থাকার চেষ্টা করতে হবে।

৫. আমার মাপকাঠি কী হবে?

সাফল্য কিংবা ব্যর্থতার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য কিছু মাপকাঠি প্রয়োজন। এসব মাপকাঠি মেনে চললে সাফল্যকে বুঝতে সহায়তা করবে।

৬. কাজটি কীভাবে ভাগ করা যায়?

কোনো একটি বড় কাজ সমাধানের আগে তা ছোট ছোট ভাগে ভাগ করে নেয়া উচিত।  এতে সহজভাবে কাজটি করা যাবে।  তবে কাজ শুরু করার জন্য সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ।  সফলতার জন্য যেকোনো কাজ দ্রুত শুরু করা উচিত।
৯ জানুয়ারি,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে