বুধবার, ০৭ জুলাই, ২০২১, ০৭:৫০:৫১

কাজ হারান করোনার কারণে, ইউটিউব চ্যানেল খুলে এখন লাখ লাখ টাকা আয় দিনমজুর ইসাকের!

কাজ হারান করোনার কারণে, ইউটিউব চ্যানেল খুলে এখন লাখ লাখ টাকা আয় দিনমজুর ইসাকের!

মহামারী করোনা গ্রাস করল দিনমজুর ইসাকের একমাত্র আয়ের পথ। কোন উপায় না পেয়ে অবশেষে বন্ধুর মোবাইল ফোনে কিছু ভিডিও দেখার পর নিজেই একটি ইউটিউব চ্যানেল খোলার সিদ্ধান্ত নেন তিনি।

৩৫ বছর বয়সী ইসাক ৩ হাজার ‍রুপি ঋণ নিয়ে একটি স্মার্টফোন কেনেন। পরে ‘ইসাক মুন্ডা ইটিং’ নামে চ্যানেল খুলে নিজের খাওয়ার ভিডিও ইউটিউবে পোস্ট করেন তিনি। আর এতে বাজিমাত।

ভারতের ওড়িশার সম্বলপুর জেলার বাবুপালির বাসিন্দা ইসাক বলেন, ৩ হাজার রুপি ঋণ নিয়ে নিজের প্রথম স্মার্টফোন কিনে ভিডিও বানাই। আমার প্রথম ভিডিও প্রায় ৫ লাখ বার ভিউ হয়। আমাদের গ্রামের জীবনযাত্রা এবং খাওয়াদাওয়া নিয়ে ভিডিও পোস্ট করি আমি। আমার ভিডিও যে এত মানুষ দেখেন তাতে আমি দারুণ খুশি। এখন আমার ভালো আয় হচ্ছে।

ইউটিউবে প্রথম ভিডিও পোস্ট করার তিন মাস পর ইসাকের ব্যাংক অ্যাকাউন্টে ৩৭ হাজার রুপি আসে। এর তিন মাস পর তার অ্যাকাউন্টে আরও ৫ লাখ রুপি আসে। এ পর্যন্ত ২৫০টির বেশি ভিডিও আপলোড করেছেন ইসাক। তার চ্যানেলে ৭ লাখের বেশি সাবস্ক্রাইবার রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে