সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:৪৬:৫০

মহাকাশের লেটুস খেলেন বিজ্ঞানীরা

মহাকাশের লেটুস খেলেন বিজ্ঞানীরা

এক্সক্লুসিভ ডেস্ক : বিজ্ঞানীরা লেটুস তো খেতেই পারেন, কিন্তু এ মহাকাশে চাষ করা লেটুস! বিষয়টি একেবারেই অন্যরকম। এর মাধ্যমে বিজ্ঞানীরা প্রথম বারের মতো এক অসাধ্যকে সাধন করতে সক্ষম হলেন।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের নভোচারীরা এই প্রথমবারের মতো মহাকাশে উৎপাদিত লেটুস পাতা খেয়েছেন। আন্তর্জাতিক মহাকাশ সংস্থা নাসা এক টুইটার বার্তায় খবরটি নিশ্চিত করেছে।

'ভেজ ওয়ান' নামের একটি বিশেষ বাক্সে রেখে নভোচারীরা মহাকাশ স্টেশনে ঐ লেটুস পাতা চাষ করেছেন।


নাসার বিজ্ঞানীরা বলছেন, তাজা খাদ্য নভোচারীদের স্বাস্থ্যে ইতিবাচক প্রভাব ফেলবে।

নভোচারীরা এর আগেও মহাকাশে ফসল ফলিয়েছেন, তবে এই প্রথমবার তাদেরকে সেই খাদ্য খাওয়ার অনুমতি দেয়া হয়। সূত্র: বিবিসি
২১ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে