রবিবার, ১০ জানুয়ারী, ২০১৬, ০১:২২:২৯

মাত্র একজন শিক্ষার্থীর জন্য একটি রেলওয়ে স্টেশন!

মাত্র একজন শিক্ষার্থীর জন্য একটি রেলওয়ে স্টেশন!

এক্সক্লুসিভ ডেস্ক : প্রতিদিনই নিয়ম করে ট্রেনটি আসে। যে স্টেশনটিতে ট্রেনটি থামে সেখান থেকে প্রতিদিনই একজন যাত্রী উঠে। আর এই একজনের জন্যই গোটা ট্রেনটিকে আসতে হয় এবং নিয়ম মেনে থামতেও হয়। ভাবছেন যাত্রটি বোধ হয় বকেটি দেশের রাষ্ট্র প্রধান বা বড় কোন কর্মকতা?

না। তার কিছুই না। যাত্রটি একজন সাধারণ শিক্ষার্থী। আর তার জন্যই জাপানের হোক্কাইডো দ্বীপের একদম উত্তর প্রান্তের কামি শিরাতাকি জনহীন রেলওয়ে স্টেশন চালু রয়েছে। যাতে সে ঠিক সময়ে স্কুলে পৌঁছতে পারে।

আগে এই স্টেশনে একাধিক ট্রেন দাঁড়াত। কিন্তু, যাত্রী কোথায়! এরপরই এই স্টেশনটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় জাপান রেলওয়ে।

তখনই বিষয়টি নজরে আসে রেল কর্মকর্তাদের। ছুটির দিন বাদে স্টেশন থেকে প্রতিদিনই একজন ট্রেনে ওঠে। সেখান থেকে ট্রেনে চড়েই স্কুলে যায় একটি মেয়ে। ট্রেন না চললে তার স্কুলে পৌঁছতে কষ্ট হবে। হয় তো বন্ধ হয়ে যেতে পারে পড়াশোনা। তাই মেয়েটির পড়ালেখার কথা চিন্তা করে সেই স্টেশনটি চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে