সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:৫৬:৩৫

যেই শহরটি শুধুই যমজদের!

যেই শহরটি শুধুই যমজদের!

এক্সক্লুসিভ ডেস্ক : যত কাণ্ড মার্কিন মুলুকে! কয়েক হাজার মানুষের জমায়েত। সকলেই একই রকম দেখতে। সকলেই যমজ। আট থেকে আশি শুধুই যমজের ভিড়। হুবহু এক দেখতে মানুষগুলিকে দেখলে চেনা দায়। হ্যাঁ, এটাই উত্‍‌সব। দেশ-বিদেশের তামাম যমজ ভাই-বোনেদের মধুর জমায়েত। হুল্লোড় চলছে ৪০ বছর ধরে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ওহিয়োর টুইন্সবার্গ শহর মেতেছে ৪০তম Twins Days উত্‍‌সবে। ১৯৭৬ সালে শুরু হয়েছিল এই ফেস্টিভ্যাল। অস্ট্রেলিয়া, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের যত যমজ, জড়ো হন এই ফেস্টিভ্যালে। মজার পোশাক আর দেদার আনন্দে মাতেন এই যমজ মানুষেরা।

কারও সদ্যোজাত যমজ, কারও বয়স আশি পেরিয়ে গিয়েছে, যুবক-যুবতী, প্রৌঢ়, কোনও পরিবার তিন পুরুষ ধরে যমজ সব মিলিয়ে অভূতপূর্ব একটি উত্‍‌সব।

ভারতেরও বহু যমজ সন্তান প্রতিবছর Twins Days ফেস্টিভ্যালে অংশ নেন। আর নানা দেশের যমজদের দেখতে ভিড়ে ঠাসা ওয়িহোর টুইন্সবার্গ।
২১ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে