এক্সক্লুসিভ ডেস্ক : প্রেমিক-প্রেমিকাদের ভালো লাগার নানা মুহূর্তে হঠাৎ কিছু বিরক্তিকর প্রশ্নের সম্মুখিন হতে হয়। এ ক্ষেত্রে প্রেমিকাদের উদ্ভট প্রশ্নে বিরক্তবোধ করে প্রেমিক।
নতুন বছরে প্রেমিকাদের এমন কিছু প্রশ্নের কথা তুলে ধরেছেন সম্পর্কবিষয়ক বিশেষজ্ঞরা। এসব প্রশ্ন সত্যিকার অর্থেই সুপার বিরক্তিকর, যা প্রেমিকরা মেনে নিতে পারে না। কি ধরনের সেসব প্রশ্ন তা জানতে চাইলে পড়তে হবে।
১. কি ভাবছো?
এমন প্রশ্ন প্রেমিকের মস্তিষ্ক সত্যিই বিরক্ত হয়ে ওঠে। প্রেমিক কি ভাবছে, কি করবে, কি হবে ইত্যাদি ইত্যাদি প্রশ্নের জবাব আশা করা যায় না।
২. মেয়েটা কেন তোমাকে ট্যাগ করেছে?
সোশাল মিডিয়ায় বড় একটা সমস্যা। কোনো একটা মেয়ে কোনো এক সময় ছেলেটাকে ট্যাগ করেছে। কেন ট্যাগ করল? তার সঙ্গে কি সম্পর্ক ইত্যাদি প্রশ্নে অস্থির হয়ে ওঠে প্রেমিক।
৩. তুমি অনলাইনে কি করছো?
এটা চরম বিরক্তিকর আরেকটি প্রশ্ন। তিনি হয়তো প্রেমিকের কাছে কিছুক্ষণ আগে ফেসবুকে মেসেজ পাঠিয়েছেন। কিন্তু প্রেমিক জবাব দেননি। এ অবস্থায় যদি অনলাইনে প্রেমিককে দেখা যায়, তবেই বিপদ।
৪. কসম খেয়ে বল
প্রেমিকের কোনো কথাই বিশ্বাস করতে চাচ্ছেন না প্রেমিকা। কিন্তু তাকে কসম কেটে বলতে হবে। তাহলেই বিশ্বাস হবে প্রেমিকার। এতে প্রেমিকের মনে অবিশ্বাসের দানা বাঁধতেই পারে।
৫. তুমি তো আমাকে আগের মতো ভালোবাসো না
এমন একটা প্রশ্ন যা প্রেমিক বেশ সিরিয়াস হয়ে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু তাতে কি? এ ক্ষেত্রে বিরক্তবোধ হওয়াটাই স্বাভাবিক। অযথা কেন প্রেমিকার মনে আসবে এমন প্রশ্ন? সূত্র : হিন্দুস্তান টাইমস
১০ জানুয়ারি,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম