রবিবার, ১০ জানুয়ারী, ২০১৬, ০৮:১৫:৫৪

মানুষের মত সিদ্ধান্ত নেয় কবুতর!

মানুষের মত সিদ্ধান্ত নেয় কবুতর!

এক্সক্লুসিভ ডেস্ক : মানুষের মত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা রাখে কিছু কিছু প্রাণী।  ঠিক মানুষের মত আচরণ করে এমন প্রাণীর সংখ্যা পৃথিবীতেও কম নয় বলে দাবি করেছেন গবেষকরা।  

জিনিউজের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

মানুষের এমন কিছু অভ্যাস, এমন কিছু আচরণের সঙ্গে এমন এক পাখির মিল- সত্যিই অবাক করার মত।  পায়রারা নাকি মানুষের মতই সিদ্ধান্ত নিতে পারে।

পায়রার আচার-আচরণ, ভঙ্গি পর্যবেক্ষণ করে গবেষকরা আবিষ্কার করেছেন, কোনো বিষয়ে 'ঝুঁকি' থাকলে, সে বিষয়ে সিদ্ধান্ত নেয়ার সময় মানুষের মত একই রকম আচরণ করে পায়রাও।  

তবে এটা সত্যি, মানুষ যেভাবে টাকাকে মূল্য দেয় পায়রা সেভাবে ভাবে না। সেজন্য গবেষকরা পাখির খাদ্য নিয়ে এক পরীক্ষা চালান।  একটি রঙিন দরজা আর একটা জায়গায় ভালো খাবার রেখে পরীক্ষা চালানো হয়।  

দেখা যায়, পায়রা রঙিন দরজাকে ভালো খাবার থেকেও বেশি মূল্য দিচ্ছে। গবেষকরা মনে করছেন, মানুষের মতই পায়রাও দরকারের চেয়ে বস্তুগত জিনিসকে বেশি পছন্দ করছে।
১০ জানুয়ারি,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে