সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:১০:০৭

কেন রং বদলায় গিরগিটি?

কেন রং বদলায় গিরগিটি?

এক্সক্লুসিভ ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় পাওয়া গেছে নতুন এক ধরনের গিরগিটির সন্ধান। চ্যাপ্টা ধরণে এই গিরগিটির নাম রাখা হয়েছে প্রকৃতিবিদ ডেভিড অ্যাটেনবরোর নামে। সিডনির ম্যাকুয়েরি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা মার্টিন হুইটিংএর নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার কেপ অঞ্চল এবং নামিবিয়ার ফিশ রিভার ক্যানিয়নে অনুসন্ধান চালাচ্ছিলেন। কয়েক বছর আগে এক চ্যাপ্টা আকৃতির গিরগিটির দিকে তাদের চোখ পড়ে। রঙিন এই গিরগিটি তাদের মুগ্ধ করে।

অবাক করা ব্যাপার হলো রং পাল্টে যাওয়ার কারণে। গবেষণা করে গিরগিটি সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন তারা। নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করতে এরা রং পাল্টায়। দক্ষিণ আফ্রিকার কেমিসবার্গে পি ক্যাপেনসিস নামের এক গিরগিটির সঙ্গে অনেক মিল থাকলেও অমিলটাই বেশি। এর পর এমটিডিএনএ এবং এনডিএনএ পরীক্ষা করে এই গিরগিটিটি নতুন প্রজাতির বলে গবেষকরা নিশ্চিত হন।
২১ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে