এক্সক্লুসিভ ডেস্ক: ডাইনোসর আনেক আগেই এই দুনিয়া থেকে বিলুপ্ত হয়েগিয়েছে এমন টাই ধারণা করছেন বিশেষঅজ্ঞরা। তবে এবার চীনের একটি বাড়ি থেকে উদ্ধার হল ২৩১ টি ডাইনোসরের ডিম। এতো দিন আগে বিলুপ্ত হওয়ার পরও এখনো ফসিল অবস্থায় রয়েছে আস্ত ডিমগুলি। দক্ষিণ চীনের গুয়াংডং এলাকা থেকে উদ্ধার করা হয়েছে এই ডিমগুলি। গত ২৯ জুলাই গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে তল্লাশি চালায়। তখনই ডিমগুলি উদ্ধার করে পুলিশ।
এই ডিমগুলি ডাইনোসরের যুগের বলে জানা গিয়েছে। এর আগে একটি নির্মীয়মান বাড়ি থেকে ডাইনোসরের কঙ্কাল উদ্ধার করেছিল স্থানীয় লোকজন। চীনের হিউয়ানকে ডাইনোসরের 'হোমটাউন' বলে উল্লেখ করা হয়। কয়েক দশক ধরে এই এলাকার বিভিন্ন জায়গা থেকে ফসিল হয়ে যাওয়া প্রচুর ডাইনোসরের ডিম উদ্ধার হয়েছে।
হিউয়ান শহরের মিউজিয়ামে রয়েছে ১০,০০০ ডাইনোসরের ডিম। আর এই ডিম থাকায় গিনেস বুকে নাম উঠেছে। তবে এই ধরনের জিনিসপত্র নিবে ব্যবসার উপর নিষেধাজ্ঞা জারি করেছে চীন সরকার।
২১ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/