সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:৩৪:৫৫

জেনে নিন, নীরব ঘাতক হাড় ক্যান্সারের লক্ষণসমূহ

এক্সক্লুসিভ ডেস্ক: অন্যান্য ক্যান্সারের লক্ষণ সম্পর্কে অনেকেরই অনেকেরই কমবেশি জানা থাকলেও হাড়ের ক্যান্সার সম্পর্কে প্রায় কেউই জানে না।  হাড় সংক্রান্ত সমস্যায় পড়লে ‘কোনোভাবে ব্যথা পেয়েছি’ ভেবে বসে থাকেন অনেকেই। আর এই কারণেই হাড়ের ক্যান্সার এমন সময় ধরা পড়ে যখন আর করার কিছুই থাকে না। তাই এখনই জেনে নিন নিরব ঘাতক হাড় ক্যান্সারের লক্ষণ সমূহ-

১) হাড়ে অতিরিক্ত ব্যথা হওয়া
হাড়ে প্রচণ্ড ব্যথা হওয়ার অর্থ যে আপনি কোনো ভাবে ব্যথা পেয়েছেন তা নাও হতে পারে। হাড়ের ক্যান্সারের প্রাথমিক লক্ষণ হচ্ছে হাড়ে ব্যথা হওয়া। এই ব্যথা একটানা হবে না। হুট করেই ব্যথা শুরু হওয়া এবং বন্ধ হয়ে যাওয়া, রাতের বেলা ব্যথা শুরু হওয়া, ভারী কোনো জিনিস তোলার পর ব্যথা হওয়া বা হাঁটার ফলে হাড়ে ব্যথা হওয়া হতে পারে হাড়ের ক্যান্সারের লক্ষণ। সুতরাং হাড়ের ব্যথা অবহেলা করবেন না।

২) ব্যথার স্থান ফুলে যাওয়া
কোনো কারণে ব্যথা পাওয়া ছাড়া হাড় ব্যথা হওয়ার পাশাপাশি যদি ব্যথা হওয়ার স্থান অনেক ফুলে যায়, বিশেষ করে জয়েন্টের স্থান ফুলে যায় তাহলে এটি সাধারণ ব্যাপার নাও হতে পারে। এছাড়াও ফুলে যাওয়া স্থানে গোটার মতো অনুভব হওয়া মাত্র সতর্ক হোন। ডাক্তারের শরণাপন্ন হয়ে নিশ্চিত হয়ে নিন।

৩) হাড় ভাঙা বা হাড়ে ফ্র্যাকচার হওয়া
হাড় অনেক মজবুত, ষ্টীলের চাইতেও মজবুত হয়ে থাকে মানুষের হাড় যা খুব সহজে ভাঙে না। কিন্তু হাড়ের ক্যান্সার হওয়ার ফলে হাড়ের ভেতরে ক্ষয় হতে থাকে এবং হাড়ের ভঙ্গুরতা বৃদ্ধি পায়। যার কারণে সাধারণ কাজ যেমন উঠাবসার করা, হাঁটু গেঁড়ে বসা বা বিছানায় গড়াগড়ি খাওয়ার সময়েও হাড় ভাঙা বা হাড় ফ্র্যাকচার হওয়ার ঘটনা মোটেই স্বাভাবিক নয়। এটি হাড়ের ক্যান্সারের লক্ষণ।

৪) অন্যান্য লক্ষণ সমূহ
এইসকল লক্ষণের পাশাপাশি আরও সাধারণ কিছু লক্ষণ নজরে পড়ে থাকে, যেমন-

    - কোনো কারণ ছাড়াই ওজন কমতে থাকা
    - অতিরিক্ত দুর্বলতা অনুভব করা
    - রক্তশূন্যতায় ভোগা
    - ঘন ঘন এবং অতিরিক্ত জ্বর হওয়া ইত্যাদি।
২১ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে