সোমবার, ১১ জানুয়ারী, ২০১৬, ০৫:০৬:০০

মালিকের অবস্থান বুঝে পিছু নেবে স্মার্ট স্যুটকেস!

মালিকের অবস্থান বুঝে পিছু নেবে স্মার্ট স্যুটকেস!

এক্সক্লুসিভ ডেস্ক : স্মার্ট ফোন, স্মার্ট টিভি, স্মার্ট ঘড়ি, স্মার্ট রিং কতই না বিশ্বজুড়ে মাতামাতি।  এবার এ তালিকায় এমন এক প্রযুক্তি যুক্ত হচ্ছে তার  নাম স্মার্ট স্যুটকেস।

নতুন গেজেটটির বিশেষত্ব হলো এটা ট্রাভেল ব্যাগের মত আর বহন করতে হবে না।  এতে এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যার ফলে ডিভাইসটি আটোমেটিক মালিককে অনুসরণ করবে।

জানা গেছে, 'এনইউএ' রোবটিকস নামের একটি সংস্থা স্মার্ট স্যুটকেস তৈরি করছে।  যদিও ডিভাইসটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।  তবে সংস্থার তরফে দাবি করা হচ্ছে, আগামী এক বছরের মধ্যে বাজারে আসবে স্মার্ট স্যুটকেস।   

এনইউএ রোবটিকসের অ্যালেক্স লিবম্যান জানিয়েছেন, যেকোনো পণ্যই হতে পারে স্মার্ট এবং রোবটিক।  আমাদের দৈনন্দিন জীবনের স্মার্ট ও রোবটিক জিনিস আনার চিন্তা থেকেস্মার্ট স্যুটকেস তৈরির কথা মাথায় আসে।

তিনি জানান, এই স্মার্ট স্যুটকেস মালিককে অনুসরণ করার জন্য ক্যামেরা সেন্সর ও ব্লুটুথ রয়েছে।  এই ব্লুটুথ স্মার্টফোনের ব্লুটুথের সাহায্য নিয়ে নির্দিষ্ট অ্যাপের সঙ্গে সংযুক্ত করা হলে তা মালিকের অবস্থান বুঝে পিছু নেবে।
১১ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে