এক্সক্লুসিভ ডেস্ক: মানুষ সুন্দরের পূজারী। আবার অনেকেই বলে থাকেন ‘প্রথমে দর্শনধারী পরে গুণবিচারি’। দুটো প্রবাদকে যদি এক করে দেখেন, তাহলে এর আবিধানিক অর্থে দারুণ একটা মিল খুঁজে পাবেন। সেকারণেই মানুষ হয়তো তার প্রিয় মানুষটির কাছে যতটা পারে নিজেকে সুন্দর করে গুছিয়ে উপস্থাপনের চেষ্টা করেন।
তবে মজার ব্যাপার হলো এ ক্ষেত্রে অধিকাংশ সময়ই ছেলেরা কিছুটা অগোছালো স্বভাবের হয়। সে কারণেই তারা সুন্দরী মেয়েদের কাছে অনেক সময় কিছুটা অগোছালোভাবে নিজেকে উপস্থাপন করে। ফলে ফলাফলটা আসে সম্পর্ন বিপরীত। তাই সুন্দরী মেয়েদের কাছে নিজেকে উপস্থাপন করার ৮টি বৈজ্ঞানীক উপায় জেনে নিন। খবর-ইন্ডিপেনডেন্ট।
১. একটু হাসিখুশি থাকা: গোমড়ামুখো মানুষদের কেউই পছন্দ করে না। এ কারণে রসবোধ থাকাটা মানুষের নিজেকে আকর্ষণীয়ভাবে উপস্থাপনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাছাড়া প্রিয় মানুষদের সঙ্গে থাকুন
একা থাকলে তা আপনাকে একঘরে করে দিতে পারে। তাই নিজের প্রিয় মানুষদের সঙ্গে থাকার গুরুত্ব রয়েছে। আপনার আশপাশে রাখুন এমন সব মানুষদের, যারা সৃজনশীল।
২. বাড়তি কথা নয়: কিছু কথা রয়েছে, যা আপনার ব্যক্তিত্বকে হালকা করে দেবে। এ ধরনের বাড়তি কথাবার্তা বাদ দিন এবং গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলুন। তবে সব সময় এমন কথাবার্তা প্রয়োজন না হলেও কখনো কখনো এর গুরুত্ব রয়েছে।
৩. নেতৃত্ব দিতে শিখুন: একজন নেতা সব সময়েই অন্যদের আকর্ষণ করেন। যারা বন্ধুমহলে কিংবা অন্য জায়গায় নেতৃত্ব দেয় এমন ছেলেদের মেয়েরা বেশি পছন্দ করে। নেতা হয়ে উঠলে আপনার ব্যক্তিত্ব অন্যদের আকর্ষণ করবে।
৪. প্রাণ খুলে হাসা: অন্যদের আকর্ষণে হাসির গুরুত্ব রয়েছে। যে কোনো মানুষের সঙ্গেই সম্পর্ক সৃষ্টি বা গড়ে তোলায় কিংবা যোগাযোগে হাসি অত্যন্ত কার্যকর। হাসির ফলে আপনার অন্য মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে উঠবে এবং আপনি জনপ্রিয় হয়ে উঠবেন।
৫. অন্যদের প্রতি সদয়: কোনো মানুষের সঙ্গেই কঠোর ব্যবহার করা উচিত নয়। এমন ছেলেদের তুলনায় যারা গরিবকে সাহায্য করে মেয়েরা তাদের অধিক পছন্দ করে।
৬. সৃজনশীল পরিবেশে বসবাস: আপকি কোন স্থানে বসবাস করছেন তা শুধু আপনার জন্য নয়, অন্যদের জন্যও গুরুত্বপূর্ণ। অন্যরা এ বিষয়টি বিবেচনা করে আপনার নানা বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকে। আপনার বসবাসের পরিবেশই বলে দেবে আপনার রুচির কথা।
৭. ভালো গান শুনুন: গান শোনা আপনার মানসিক আনন্দের বিষয়। তবে এটি বিবেচনা করে অন্যরা আপনার রুচিবোধও বিবেচনা করেন। ২০১৪ সালের এক গবেষণায় বিষয়টি প্রমাণিত হয়েছে।
৮. আকর্ষনীয় পোশাক: যে মেয়েটিকে আপনার অধিক পছন্দ, সবার আগে জানতে চেষ্টা করুণ তার প্রিয় রঙের নাম। আর তার সামনে আপনি যখনেই যাবে ওই রঙের আকর্ষনীয় বিভিন্ন পোশাক পরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। এতে আপনার আকর্ষণ বহুগুণ বৃদ্ধিপাবে।
১১ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জুবায়ের/রাসেল