সোমবার, ১১ জানুয়ারী, ২০১৬, ১০:২৮:০৭

গ্রামের নাম স্ন্যাপডিল ডটকম নগর!

গ্রামের নাম স্ন্যাপডিল ডটকম নগর!

এক্সক্লুসিভ ডেস্ক : অনলাইনের ছড়াছড়ি।  প্রায় সব অনলাইনের নামের পর ডটকম থাকে।  গ্রামের নামও রাখা হয়েছে স্ন্যাপডিল.কম নগর।  ভাবলে অবাক লাগলেও ঘটনা কিন্তু সত্যি।  অনলাইন শপিং সাইট স্ন্যাপডিলের নাম অনুসারে গ্রামের নাম রাখা হয়েছে স্ন্যাপডিল.কম।  এ ঘটনায় বেশ হাস্যেরসের সৃষ্টি হয়েছে।

উত্তর প্রদেশের মুজাফরপুরের একটি ছোট গ্রাম।  জন্ম থেকেই এ গ্রামের নাম ছিল শিব নগর।  কিন্তু ২০১১ সালের পর গ্রামের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়।  

২০১১ সালে স্ন্যাপডিলের কর্মকর্তা কুনাল ব্যাল শিব নগরে আসেন।  গ্রামের মানুষজন এবং তাদের পরিস্থিতর কথা মাথায় রেখে কিছু টাকা দান করার কথা ভাবেন।  

তখন তিনি দেখেন গ্রামের মহিলাদের অনেক দূর থেকে জল নিয়ে আসতে হচ্ছে।  তাই গ্রামে জলের সুবিধার জন্য ১৫টি হাতপাম্প দান করেন তিনি।  এ ঘটনার পরেই গ্রামের বয়োজ্যেষ্ঠরা গ্রামের নাম পরিবর্তন করে স্ন্যাপডিল.কম রাখেন।
১১ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে