এক্সক্লুসিভ ডেস্ক : ১৯৭৪ সালের পর থেকে ২০১৪ সাল পর্যন্ত এমন একটি বছরও কাটেনি, যে বছর মানুষ মাউন্ট এভারেস্টের চুড়ায় উঠতে পারেনি। তবে এবার সেই ছন্দ কাটাল ২০১৫ সালে এসে৷ গত বছর এভারেস্টের চুড়ায় উঠতে পারেনি কোনও পর্বতারোহী৷ তার কারণ ২০১৫ সালে সবচেয়ে বেশি পর্বতারোহীর মৃত্যু হয়েছিল হিমালয়ের কোলে৷ গত এপ্রিল মাসে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠেছিল নেপাল৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৮৷ আর তখনি তুষারধসে চাপা পড়ে মৃত্যু হয়েছিল ২৪ জন পর্বতারোহীর৷
ইতিহাসের পাতায় বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে এটাই ছিল ভয়ঙ্করতম দিন৷ তবে তখন ভূমিকম্পে নেপালে মৃত্যু হয়েছিল প্রায় আট হাজার মানুষের৷ আর আহত হয়েছিলেন ২১ হাজারেরও বেশি মানুষ৷ প্রকৃতির এই তাণ্ডবের পর সাময়িকভাবে বন্ধ হয়ে যায় মাউন্ট এভারেস্টের পথ৷
প্রথমবার তুষারধসের পরও পর্বতারোহীদের অভিযান বাতিল না করার আবেদন জানিয়েছিলেন নেপাল সরকার৷ কিন্তু মে মাসের প্রথমে দ্বিতীয়বার ভূমিকম্পের পর ফের পর্বতাভিযান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়৷ ২০১৫ সালে এভারেস্ট জয়ের পথে অন্যতম বাধা ছিল এই প্রাকৃতিক বিপর্যয়ও৷
১১ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই