এক্সক্লুসিভ ডেস্ক : বিয়ের মণ্ডপে নাচতে নাচতে বিয়ে করতে আসার ঘটনা আমরা সিনেমাতেই দেখেছি। বাংলা, হিন্দি বিভিন্ন সিনেমাতেই দেখা গেছে বর নাচতে নাচতে বিয়ে করতে আসছেন।
এমনকি ঘোড়ায় চড়ে বর আসার সময় আশে পাশের মানুষদের নাচতে দেখা যায়। তবে এই নাচ একটা প্রচলন মাত্র। সাধারণত কনেরা ধীর স্থির ভাবেই মণ্ডপে বিয়ে করতে আসেন।
কিন্তু সম্প্রতি দেখতে পাওয়া গেল একটি বিরল ভিডিও। বর নয় কনেকে নাচতে নাচতে ঢুকতে দেখা গেল মণ্ডপে। এই বিরল ঘটনার স্বাক্ষী থাকলেন তামিলনাড়ুর অনেকেই। বিরল ভিডিওটি দেখতে পারেন:https://www.youtube.com/watch?v=f0JVeKGZ4Bg
১২ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি