এক্সক্লুসিভ ডেস্ক: জন্ডিস হলে সাধারণত শরীরের রং হলুদ বর্ণ ধারণ করে। কিন্তু কেন? হলুদ বর্ণ ছাড়া লাল বা নীল বর্ণও তো ধারণ করতে পারতো। এর কারণ কী তা সম্পর্কে আমাদের মাঝে অনেক ভুল ধারণা রয়েছে। এর মূল কারণ হল বিলুরুবিন।
জন্ডিস মূলত হয় লিভারে সমস্যা হলে। লিভারে সমস্যা হলে তা লোহিত রক্ত কনিকার হিমোগ্লোবিন ভেঙ্গে তৈরি হওয়া বিলুরুবিনকে মলের মাধ্যমে শরীর থেকে বের করে দিতে পারে না। এজন্য রক্তে অনেক বিলুরুবিন জমে যায়। বিলুরুবিন এর রঙ হলো হলুদ। এই বিলুরুবিন ত্বকে- চোখে জমে তা হলুদ করে ফেলে।
২১ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/