সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:২১:৪৭

জেনে নিন, লিফট বা এলিভেটর আবিষ্কারের ইতিহাস

জেনে নিন, লিফট বা এলিভেটর আবিষ্কারের ইতিহাস

স্পোর্টস ডেস্ক: আধুনিক যুগে পৃথিবীর সকল দেশেই একের পর এক আকাশচুম্বী বাড়ি নির্মান করছে। ফলে উঁচু বাড়িতে সিঁড়ি বেয়ে ওঠা খুবই কষ্টকর। আবার যেগুলো বিশাল বিশাল অট্টালিকা সেগুলোতে সিঁড়ি বেয়ে ওঠা নামা প্রায় অসম্ভব।  সেকারণেই মানুষ তাদের সুবিধার্থে লিফট ব্যবহার করে থাকে। কিন্তু আপনি জানেন কি, আজকের এই আধুনিক লিফট কে কতা সালে আবিস্কার করেছিলেন?

পৃথিবীর প্রথম লিফট বা এলিভেটর তৈরি করা হয় ১৭৪৩ সালে ফ্রান্সের রাজপ্রাসাদে রাজা কিং লুইস পঞ্চদশের জন্য। একজন ব্যক্তিকে বহন করতে সক্ষম এই যন্ত্র শুধুমাত্র প্রথম তলা থেকে দ্বিতীয় তলা পর্যন্ত যেতে পারত। লোকে এটাকে বলত, “Flying Chair”। যন্ত্রটি দালানের বাইরে স্থাপন করা হয়েছিল। এটার বেলকনি দিয়ে রাজার নিকট আনা নেয়া করা হত। যন্ত্রটির নির্মাণ কৌশল খুব বেশি জটিল কিছু ছিলো না। একটি চিমনির ভেতরে দড়ির সাথে কিছু ওজন বাঁধা থাকতো। দড়ির অন্যপ্রান্ত বাধা ছিলো চেয়ারখানা। প্রহরীদের চিমনির ভেতরে ডিউটি দেয়া হত। তারা রাজার নির্দেশ অনুযায়ী দড়িতে ভার কমিয়ে বাড়িয়ে চেয়ারকে ওঠাতো এবং নামাতো।

১৮৫০ সালে বাষ্প ও হাইড্রোলিক এলিভেটর নির্মাণ করা হয়। ১৮৫২ সালে এলিশা গ্রেভস ওটিস প্রথম নিরাপদ এলিভেটর তৈরি করতে সক্ষম হন। ১৮৫৭ সালে নিউ ইয়র্কে প্রথম যাত্রীসাধারণের জন্য এলিভেটর স্থাপন করেন ওটিস। ১৮৬১ সালে ওটিসের মৃত্যুর পর তার ছেলে চার্লস এবং নর্টন ওটিস ব্রাদার্স এন্ড কোং তৈরি করেন। ১৮৭৩ সালে আমেরিকায় দুই হাজারেরও বেশি ওটিস এলিভেটর স্থাপন করা হয়। বছর পাঁচেক বাদে ওটিস হাইড্রোলিক এলিভেটর চালু করে এবং ১৮৮৯ সালে ওটিস বৈদ্যুতিক এলিভেটর মেশিন স্থাপনে সক্ষম হয়। ওটিসের অগ্রযাত্রা থেমে থাকেনি। পৃথিবীর দুইশ’র বেশি দেশে ওটিসের এলিভেটর ব্যবহৃত হয়।
২১ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে