এক্সক্লুসিভ ডেস্ক : ভারতে প্রায়ই রেল দুর্ঘটনা ঘটে। এসব দৃর্ঘটনায় হতাহতের ঘটনাও উদ্বেগজনক। ভয়াবহ সব রেল দুর্ঘটনার একটি তালিকা এখানে তুলে ধরা হল-
২০ মার্চ ২০১৫: উত্তর প্রদেশের রায় বেরিলিতে লাইনচ্যুত দেরাদুন-বারাণসী এক্সপ্রেস, মৃত ১৫
২৩ মে ২০১৫: কোকরাঝাড়ে গুয়াহাটি-শিফুং এক্সপ্রেসের ৫টি বগি লাইনচ্যুত,আহত ৩৫
২৫ মে, ২০১৫: উত্তরপ্রদেশের কৌশাম্বীতে লাইনচ্যুত মুরি এক্সপ্রেসের ৮টি কামরা। মৃত ৪, আহত অন্তত ১০০।
১৪ ডিসেম্বর, ২০১৪: লিলুয়া স্টেশনে লাইনচ্যুত পূর্বা এক্সপ্রেসের ১২টি কামরা,আহত ২।
১ অক্টোবর, ২০১৪: উত্তরপ্রদেশের গোরক্ষপুরে বারাউনি এক্সপ্রেসকে ধাক্কা মারে কৃষক এক্সপ্রেস। বারাউনি এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত হয়। মৃত কমপক্ষে ১২, আহত ৪৫।
২৬ মে, ২০১৪: উত্তরপ্রদেশে সান্ত কবির নগরের কাছে মালগাড়িতে ধাক্কা গোরখনাথ এক্সপ্রেসের, মৃত কমপক্ষে ৪০।
৪ মে, ২০১৪: মহারাষ্ট্রের রায়গড়ে লাইনচ্যুত দিবা সাওনবাড়ি এক্সপ্রেস,মৃত ১৮, আহত ৩০
২৪ ডিসেম্বর ২০১৩: অন্ধ্রে চলন্ত ট্রেনে আগুন, মৃত ২৬।
২৬ নভেম্বর: দিল্লিতে লাইনচ্যুত ট্রেন৷ মৃত ৩৷
নভেম্বর ২০১৩: নেল্লোরে ভয়াবহ অগ্নিকাণ্ড তামিলনাড়ু এক্সপ্রেসে৷ ঘটনায় প্রায় ৫০ জনের মৃত্যু হয়।
নভেম্বর ২০১৩: গুয়াহাটির কাছে লাইনচ্যুত হয় এর্নাকুলামগামী নিজামুদ্দিন এর্নাকুলাম মঙ্গলা লক্ষদ্বীপ এক্সপ্রেস। মৃত ৪, আহত ২৩ জন।
১৯ জুলাই , ২০১০: সাঁইথিয়ার কাছে শিয়ালদহগামী উত্তরবঙ্গ এক্সপ্রেস এবং বনাচল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ। মারা যায় ৬০জন, আহত শতাধিক। ।
২৮ মে, ২০১০: মাওবাদীদের নাশকতার কবলে পরে ঞ্জানেশ্বরী এক্সপ্রেস। প্রায় হারায় ১৪৮ জন, আহত অসংখ্য।২০ মার্চ ২০১৫: উত্তর প্রদেশের রায় বেরিলিতে লাইনচ্যুত দেরাদুন-বারাণসী এক্সপ্রেস, মৃত ১৫
২৩ মে ২০১৫: কোকরাঝাড়ে গুয়াহাটি-শিফুং এক্সপ্রেসের ৫টি বগি লাইনচ্যুত,আহত ৩৫
২৫ মে, ২০১৫: উত্তরপ্রদেশের কৌশাম্বিতে লাইনচ্যুত মুরি এক্সপ্রেসের ৮টি কামরা। মৃত ৪, আহত অন্তত ১০০।
১৪ ডিসেম্বর, ২০১৪: লিলুয়া স্টেশনে লাইনচ্যুত পূর্বা এক্সপ্রেসের ১২টি কামরা,আহত ২।
১ অক্টোবর, ২০১৪: উত্তরপ্রদেশের গোরক্ষপুরে বারাউনি এক্সপ্রেসকে ধাক্কা মারে কৃষক এক্সপ্রেস। বারাউনি এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত হয়। মৃত কমপক্ষে ১২, আহত ৪৫।
২৬ মে, ২০১৪: উত্তরপ্রদেশে সান্ত কবির নগরের কাছে মালগাড়িতে ধাক্কা গোরখনাথ এক্সপ্রেসের, মৃত কমপক্ষে ৪০।
৪ মে, ২০১৪: মহারাষ্ট্রের রায়গড়ে লাইনচ্যুত দিবা সাওনবাড়ি এক্সপ্রেস,মৃত ১৮, আহত ৩০
২৪ ডিসেম্বর ২০১৩: অন্ধ্রে চলন্ত ট্রেনে আগুন, মৃত ২৬।
২৬ নভেম্বর: দিল্লিতে লাইনচ্যুত ট্রেন৷ মৃত ৩৷
নভেম্বর ২০১৩: নেল্লোরে ভয়াবহ অগ্নিকাণ্ড তামিলনাড়ু এক্সপ্রেসে৷ ঘটনায় প্রায় ৫০ জনের মৃত্যু হয়।
নভেম্বর ২০১৩: গুয়াহাটির কাছে লাইনচ্যুত হয় এর্নাকুলামগামী নিজামুদ্দিন এর্নাকুলাম মঙ্গলা লক্ষদ্বীপ এক্সপ্রেস। মৃত্ ৪, আহত ২৩ জন।
১৯ জুলাই , ২০১০: সাইথিয়ার কাছে শিয়ালদহগামী উত্তরবঙ্গ এক্সপ্রেস এবং বনাচল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ। মারা যায় ৬০জন, আহত শতাধিক। ।
২৮ মে, ২০১০: মাওবাদীদের নাশকতার কবলে পরে ঞ্জানেশ্বরী এক্সপ্রেস। প্রায় হারায় ১৪৮ জন, আহত অসংখ্য।
২১ আক্টোবর, ২০০৯: গোয়া এক্সপ্রেসের সঙ্গে মেবার এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ। মৃত ২২, আহত ২৬
১৪ নভেম্বর, ২০০৯: দিল্লিগামী মন্ডোর এক্সপ্রেস লাইনচ্যুত। মৃত ৭, আহত ৬০।
৯ নভেম্বর, ২০০৬: পশ্চিমবঙ্গে এক ভয়াবহ রেল দূর্ঘটনায় মারা যায় ৪০ আহত ১৫।
১ ডিসেম্বর, ২০০৬: বিহারের ভাগলপুরে একটি চলন্ত ট্রেনের উপর ব্রিজ ভেঙে মৃত ৩৫ আহত, ১৭।
৩১ ডিসেম্বর ২০০৪: পাঞ্জাবের জলন্ধরের কাছে আমেদাবাদ জাম্মুতাবি এক্সপ্রেসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি লোকাল ট্রেনের। মারা যায় ৩৪ যাত্রী, আহত হয় ৫৫।
২৭ ফেব্রুয়ারি ২০০৪: দিনাজপুরের লেভেল ক্রসিংয়ে একটি ট্রাককে ধাক্কা মারে গুয়াহটি গামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ঘটনায় মারা যায় ৩০ জন।
২২ জুন, ২০০৩: মহারাষ্ট্রের সিন্ধুদূর্গ জেলায় কারবার মুম্বই সেন্টাল হলিডে স্পেশাল ট্রেন লাইনচ্যুত হয়। মৃত ৫৩, আহত ২৫।
৯ সেপ্টেম্বর, ২০০২: বিহারে কাছে হাওড়া- দিল্লি এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে নদীতে পরে যায়। প্রাণ হারায় ১০০জন যাত্রী, আহত হন ১৫০।
৫ জানুয়ারি, ২০০২: মহারাষ্ট্রের কাছে একটি মালগাড়িকে ধাক্কা মারে সেকেন্দ্রাবাদ-মানমাড় এক্সপ্রেস। মৃতের সংখ্যা ২১, আহত ৪১।
৩ ডিসেম্বর, ২০০১: মালগাড়িকে ধাক্কা মারে হাওড়া-অমৃতসর এক্সপ্রেস। মৃত ৪৬, আহত ১৩০।
২২ জুন, ২০০১: কেরলের কাদালুন্দি নদীতে পড়ে যায় মাঙ্গালোর-চেন্নাই মেল। মৃত ৪১।
২১ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/