এক্সক্লুসিভ ডেস্ক: ফেসবুক, ইন্টারনেটের যুগে মনেহয় সবই সম্ভব! কেউ হয়তো কল্পনাই করতে পারবে না যে, ইন্টারনেট ব্যবহার করে বিশেষ পক্রিয়ায় ভিক্ষা করে কোটিপতি হওয়া যায়। তবে সবাইকে অবাক করে এক ব্যক্তি সেই অসম্ভবকেই সম্ভব করেছেন সামান্য একটি বিজ্ঞাপনের মাধ্যমে।
ঘটনাটিকে বিজ্ঞাপনের নামে ভিক্ষাও বলা যায়। বিজ্ঞাপনের অকপট বয়ান, ‘আমাকে মিলিয়নিয়ার করুন। যে যতটুকু পারেন, সাহায্য করুন।’ এটা ছিল ওই ব্যক্তির অবসরকালীন পরিকল্পনা। ৪০ বছর বয়সে এই প্রচার শুরু করেন। ১৫ বছরেই তিনি মিলিয়নেয়ার, ভাবা যায়!
ইন্টারনেটে ক্রাউডফান্ডিং-এর বিজ্ঞাপন দেন। বিশ্ববাসীর কাছে আর্থিক সাহায্য চেয়ে থাকেন। কেউ চিকিৎসার জন্য, পড়াশোনার খরচ চালানোর জন্য কেউ বা সমাজসেবার জন্য– নানা বিধ কারণে সাহায্য দিয়েছেন তাকে। কিন্তু নিজেকে ধনী করার জন্য ক্রাউডফান্ডিং! হ্যাঁ, ইন্টারনেটে এরকমই বিজ্ঞাপন দিয়ে এক ব্যক্তি ধনকুবের হয়ে গেলেন। তাঁর পরিকল্পনা ছিল, জনগণের কাছে ভিক্ষা চেয়ে ১০ বছরে যতটুকু আয় হয়, সেটাই লাভ। কিন্তু মিলিয়নেয়ার হয়ে যাবেন, স্বপ্নেও ভাবেননি।
ওই ব্যক্তি যে সাইটটিতে বিজ্ঞাপন দিয়েছে সেই সাইটটি তার নাম প্রকাশ করেনি। কোনও প্রতারণা নয়, শুধু লিখেছিলেন, আমাকে মিলিয়নেয়ার করুন। আমি খুব গরিব। এরপর অনেকেই যৎসামান্য দান করতে থাকেন ওই ব্যক্তিকে। দানের পরিমাণ বেড়ে গত ১৫ বছরে ১ মিলিয়ন বা ১০ লক্ষ টাকা পেরিয়ে গিয়েছে।
সূত্র: আমাদের সময়
২১ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/