এক্সক্লুসিভ ডেস্ক : ব্রিটেনে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত ১১ বছর বয়সী কাশমেয়া ওয়াহি। মেনসা নামে ব্রিটেনের একটি বিশ্বখ্যাত আইকিউ পরীক্ষায় সে সম্ভাব্য সর্বোচ্চ স্কোর ১৬২'র মধ্যে ১৬২ পেয়েছে।
এর মধ্য দিয়ে ওয়াহি বিজ্ঞানী অালবার্ট অাইনস্টাইন ও স্টিভেন হকিংয়ের ক্লাবে ঢুকে গেলো। শুধু তাই নয়, উক্ত স্কোর প্রাপ্তির ফলে সে ব্রিটেনের শীর্ষ মেধাবীদের শতকরা এক ভাগেও জায়গা করে নিয়েছে।
পদার্থবিজ্ঞানী আইনস্টাইন ও হকিংয়ের অাইকিউ স্কোর ১৬০ বলে মনে করা হয়। ভারতের মুম্বাইয়ে জন্ম নেয়া ওয়াহি এ দু'জনকেও ছাড়িয়ে গেছে।
লন্ডনের ডচ ব্যাংকে আইটি ম্যানেজমেন্ট কনসালটেন্ট হিসেবে কর্মরত বিকাশ ও পূজা ওয়াহির মেয়ে হচ্ছেন কাশমেয়া। বাবা-মাকে নিজের মেধার প্রমাণ দিতেই সে পরীক্ষা দিয়েছিল। সর্বোচ্চ স্কোর পেয়ে বেশ উচ্ছ্বসিত সে। খবর পিটিঅাই'র
১২ জানুয়ারি ২০১৬ এমটিনিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ