মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০১৬, ০৬:৩০:৩০

উদ্বােধন হলো টয়লেট মিউজিয়াম!

উদ্বােধন হলো টয়লেট মিউজিয়াম!

এক্সক্লুসিভ ডেস্ক : গা গরম করে নেওয়ার ব্যবস্থা রয়েছে। রয়েছে যন্ত্রের মাধ্যমে গরম জলে ম্যাসাজ করানোর ব্যবস্থা। রয়েছে এয়ার কন্ডিশনার। জলের তাপমাত্রা ও চাপ বাড়ানো-কমানোর ব্যবস্থা। রয়েছে এয়ার ড্রায়ার। রয়েছে সুবাস ছড়ানোর জন্য ‘পাওয়ার ডিওডোরাইজার’।

সঙ্গে রয়েছে সুন্দর, সুরেলা মিউজিক ‘ওতোহিমে’ শোনার ব্যবস্থাও। এমনকী, অটোম্যাটিক সেন্সরও। বাথরুমে ঢুকলেই আপনাআপনি খুলে যাবে ঢাকনা। ভরে যাবে ব্যাকটেরিয়া বিনাশী জলের ফোয়ারায়। জ্বলে উঠবে ঝকঝকে আলো। এটাই সর্বাধুনিক জাপানি প্রযুক্তির টয়লেট। যার নাম- টোটো।

শুধু এই সর্বাধুনিক টয়লেটই নয়, একেবারে আদ্যি কালের বাথরুম থেকে হালের ‘টোটো’, সব রকমের বাথরুম নিয়ে জাপানে তিন মাস হল চালু হয়েছে টয়লেট মিউজিয়াম। যা বানাতে খরচ হয়েছে ছয় কোটি মার্কিন ডলার। চালু হওয়ার পর গত তিন মাসে দেশ, বিদেশ থেকে কম করে তিরিশ হাজার মানুষ এসে ঘুরে গিয়েছেন এই টয়লেট মিউজিয়াম।

যারা এই সর্বাধুনিক টয়লেট বানিয়েছে, সেই সংস্থা ‘টোটো’ ইতিমধ্যেই এমন চার কোটি টয়লেট বানিয়ে বিভিন্ন দেশে পাঠিয়েছে। সূত্র : বিবিসি
১২ জানুয়ারি ২০১৬ এমটিনিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে