এক্সক্লুসিভ ডেস্ক : জীবনের ৯০টি বছর পার করে ফেলেছেন। এখন তিনি নিজের জন্য একজন সঙ্গী খুঁজছেন।বাড়ি ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে। তিনি একজন অবসরপ্রাপ্ত ব্যাংকার। নাম তার মানসুখলাল।
এ বিষয়ে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, অবসরে যাওয়ার ২৫ বছর পর নিজের স্ত্রীকে হারান মানসুখলাল। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।
নিজের মেয়ের বাসায় থাকার জন্য তাকে প্রতি মাসে ১৭ হাজার রুপি খরচ করতে হয়। আর ছেলেকে দিতে হয় ৬ হাজার রুপি।
মানসুখলাল বলেছেন, আমার সন্তানদের শুধু আমার অর্থের প্রতি আগ্রহ। এখন আমি এমন একজনকে খুঁজছি যার সঙ্গে আমি জীবনের শেষ দিনগুলো কাটাতে পারব।
তার যত্ন নিতে পারবে ও শান্তিতে থাকার জন্য সঙ্গ দিতে পারবে এমন কাউকে সঙ্গী হিসেবে পেতে একটি দাতব্য সংস্থার সঙ্গে যোগাযোগ করেছেন। যেকোনো বয়সের স্ত্রী হলে তার চলবে।
বিনামূল্যে অমূল্য সেবা সংস্থার নাটুবাঈ পাতিল বলেছেন, সন্তানরা ঠিকমতো যত্ন না নেয়ায় মানসুখলাল স্ত্রী খোঁজার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করেছে।
১২ জানুয়ারি ২০১৬ এমটিনিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ