এক্সক্লুসিভ ডেস্ক : নিলামে চোখ কপালে উঠা বাড়ির দাম! প্লেবয়, গ্ল্যামার আর বাঁধভাঙা সাহসিকতার শেষ কথা এই একটা নাম। সেই বিশ্ব বিখ্যাত ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা হিউ হেফনারের লস অ্যাঞ্জেলেস বিলাসবহুল ম্যানশনটি নিলামে উঠেছে।
প্লেবয় এন্টারপ্রাইজের তরফে এই ম্যানশনটির বিক্রয়মূল্য ২০০ মিলিয়ন ডলার স্থির হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় ১৫শ' ৬০ কোটি টাকা। চমকে গেলেন? ঘটনা কিন্তু সত্য।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।
২০ হাজার স্ক্যোয়ার ফিটের এই ম্যানশনে মোট ২৯টি ঘর রয়েছে। লস অ্যাঞ্জেলেসের পশ্চিমে হলম্বি হিলসে প্রায় পাঁচ একর জমির ওপর হেফনারের এই ম্যানশনটি। টেনিসকোর্ট এবং সুইমিং পুল ছাড়াও বাড়িটিতেই রয়েছে প্লেবয়-এর বিখ্যাত সুসজ্জিত কৃত্রিম উদ্যানটিও।
এখানেই বছরের পর বছর ধরে আয়োজিত হয়েছে প্রাচুর্যে ভরপুর এবং হেডনস্টিক প্লেবয় পার্টি। চাইলে এই বাড়ির ভেতর একটি চিড়িয়াখানাও তৈরি করা যাবে। তার লাইসেন্সও রয়েছে।
১৯২৭ সালে ম্যানশনটি তৈরি হয় এবং ১৯৭১ সালে তা প্লেবয় কিনে নেয়। এমন একটি চোখধাঁধানো ম্যানশন বিক্রি করার সিদ্ধান্ত কেন নেয়া হলো তা অবশ্য খোলাখুলি জানানো হয়নি।
এখান থেকেই একের পর এক বিস্ফোরক ম্যাগাজিন বের করেছেন হেফ গত ৪০ বছরে। প্রপার্টি এজেন্টদের মতে, লস অ্যাঞ্জেলেসের ইতিহাসে এমন একটি প্রপার্টি ডিল আগে কখনো হয়নি।
১২ জানুয়ারি,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম