বুধবার, ০৮ ডিসেম্বর, ২০২১, ০৯:৩০:০২

মাঝরাস্তায় চলন্ত ট্রেন থামিয়ে দই কিনতে গেলেন চালক

মাঝরাস্তায় চলন্ত ট্রেন থামিয়ে দই কিনতে গেলেন চালক

এক্সক্লুসিভ ডেস্ক : গত বছর মাঝরাস্তায় ট্রেন থামিয়ে ঝালমুড়ি কিনেছিলেন বাংলাদেশ রেলওয়ের এক চালক। নারায়ণগঞ্জে ঘটা সেই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর তোলপাড় শুরু হয়েছিল। এবার একই ধরনের ঘটনা দেখা গেলো পাকিস্তানেও। পার্থক্য শুধু- তাদের চালক ঝালমুড়ি নয়, কিনতে গিয়েছেন দই। 

আর তার দই প্রেমের জন্য অনির্ধারিত স্থানে ট্রেন থামানোয় বরখাস্ত হতে হয়েছে তাকে। গত সোমবার পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোর থেকে করাচি যাচ্ছিল একটি ট্রেন। কিন্তু মাঝরাস্তায় একটি অনির্ধারিত জায়গায় চলন্ত ট্রেনটি থামিয়ে দেন চালক। কারণ, তাকে দই কিনতে হবে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ট্রেনচালকের সহকারী রাস্তার পাশের একটি দোকান থেকে দই কিনে ট্রেনে ফিরে যাচ্ছেন।

মাঝপথে ট্রেন থামানোর এ ঘটনায় পাকিস্তান রেলওয়ের নিরাপত্তা ও নিয়মানুবর্তিতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। পাকিস্তান রেল মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ ইজাজ-উল-হাসান শাহ বার্তা সংস্থা এএফপি’কে বলেন, আপনি যখন মাঝপথে ট্রেন থামান, তখন সেটি নিরাপত্তা সংকট হয়ে দাঁড়ায়। নিরাপত্তা আমাদের অগ্রাধিকার। আমরা এমন কিছু সহ্য করতে পারি না, যা নিরাপত্তার বিঘ্ন ঘটায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে