বিশ্ব উষ্ণায়নের ফলে হারিয়ে যেতে বসেছে বহু প্রাণী। শুধু প্রাণীজগতের উপরেই নয়, জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়ছে উদ্ভিদজগতেও। কীরকম?
সম্প্রতি একটি বায়োলজিকাল জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্র জানিয়েছে, বিশ্ব উষ্ণায়ন ও ওজোন স্তর ফুটো হয়ে যাওয়ার ফলে ক্রমশ ফ্যাকাশে হচ্ছে ফুলের রং। আর বিজ্ঞানীদের দাবি, তার জন্য দায়ী সূর্যের অতিবেগুনি রশ্মি। উদ্ভিদের মধ্যে থাকে এক ধরনের রঞ্জক, যা সূর্যের অতিবেগুনি রশ্মি শুষে নেওয়ার কাজ করে। দূষণের ফলে ওজোন স্তর ফুটো হওয়ার জেরে পৃথিবীতে সরাসরি এসে পড়ছে ওই অতিবেগুনি রশ্মি। আর তা প্রতিহত করতে গাছেরা নিজেদের শরীরের ওই রঞ্জকের পরিমাণ বাড়িয়েই চলেছে। যার ফলে রং পরিবর্তন হচ্ছে ফুলেরও।
এই গবেষণার উদ্দেশ্যে ১৯৪১ থেকে ২০১৭ সাল পর্যন্ত অন্তত ১২৩৮ রকম হার্বেরিয়াম নমুনা নিয়ে পরীক্ষানিরীক্ষা চালিয়েছেন বিজ্ঞানীরা। আলট্রাভায়োলেট পিগমেন্টের পরিবর্তন বোঝার জন্য তাঁরা ব্যবহার করেন বিশেষ ধরনের ক্যামেরা। আর তাতেই ধরা পড়ে বিভিন্ন জায়গা ও সময়ভেদে কীভাবে বদলে বদলে গিয়েছে ফুলের রং। দেখা গিয়েছে প্রতি বছরে গাছেদের শরীরে অন্তত ২ শতাংশ করে বেড়েছে এই বিশেষ অতিবেগুনি রঞ্জক। চেমসন বিশ্ববিদ্যালয়ের এক উদ্ভিদবিদ জানিয়েছেন, এই ধরনের রঞ্জক আদতে খালি চোখে দেখা যায় না। তবে গাছেদের জন্য এটি সানস্ক্রিনের মতোই কাজ করে বলা যায়। সূত্র: সংবাদ প্রতিদিন