এক্সক্লুসিভ ডেস্ক : পরিবারের খরচ সামলাতে রাশিয়ার প্রেসিডেন্ট ট্যাক্সিও চালিয়েছেন। এক তথ্যচিত্রে এমনটাই জানিয়েছেন খোদ ভ্লাদিমির পুতিন। জানিয়েছেন, সোভিয়েত ইউনিয়নের পতনের পর দেশের অধিকাংশ মানুষ টালমাটাল আর্থিক অবস্থার মধ্যে দিয়ে গিয়েছে। পুতিনও তার ব্যতিক্রম ছিলেন না। পরিস্থিতি সামাল দিতে গাড়ি ভাড়া নিয়েছেন। নিজেই চালিয়েছেন সেই গাড়ি।
রাশিয়া সরকার পরিচালিত আরআইএ নোভস্তির তরফে একটি তথ্যচিত্র বানানো হয়েছে। সেই তথ্যচিত্রেই এই কথা জানিয়েছেন পুতিন। তার কথায়, “অতিরিক্ত রোজগারের জন্য গাড়ি ভাড়া খাটিয়েছি। সেই গাড়ি চালিয়েছি আমিও। তবে এসব নিয়ে এখন কথা বলা অর্থহীন। তবে এটাই সত্যি।”
পুতিনের ভাষ্য, তিন দশক আগে সোভিয়েত ইউনিয়নের পতন অধিকাংশ দেশবাসীর কাছে অত্যন্ত দুঃখের। দেশবাসীকে বিরাট আর্থিক ক্ষতির মুখে ফেলেছিল। চরম দারিদ্র্যে ডুবে গিয়েছিল লক্ষাধিক মানুষ। যদিও অল্প সময়ের মধ্যে ঘুরে দাঁড়িয়ে শ্রেষ্ঠত্বের শীর্ষে পৌঁছেছে বলে দাবি করেছেন পুতিন। তবে সোভিয়েত রাশিয়ার পতনকে বিশ শতকের সবচেয়ে বড় ভূরাজনৈতিক বিপর্যয় বলে মনে করেন রাশিয়ার প্রেসিডেন্ট।