বুধবার, ১৩ জানুয়ারী, ২০১৬, ০১:৫১:১২

ছয় পায়ের গরু নিয়ে তোলপাড়

ছয় পায়ের গরু নিয়ে তোলপাড়

এক্সক্লুসিভ ডেস্ক : ছয় পাওয়ালা ৪ বছরের একটি গরু নিয়ে তোলপাড় চলছে। গরুটিকে নিয়ে মালিক লক্ষণ বোসাল ভারতের ৬টি রাজ্যের ১৬টি শহর ভ্রমণ করছেন। বলা হচ্ছে, গরুটির এই অতিরিক্ত পা মানুষের জন্য সৌভাগ্য বয়ে আনবে। তাই ভারতে হিন্দু ধর্মীয় অনুশাসনের মানুষেরা গরুটির পা ছুয়ে পূজা করছে। এর অতিরিক্ত পা ঘাড়ের সাথে অদ্ভুতভাবে ঝুলে আছে। প্রতিদিন শত শত মানুষ গরুটি দেখতে আসছে।

লক্ষণ বোসাল বলেন, গরু এমনিতেই আমাদের কাছে পবিত্র প্রাণী। আমরা একে মা বলে থাকি। আর এই ছয় পায়ের গরুটির মাধ্যমে ভগবান আমাদের জানাচ্ছেন যে তোমরা এর পূজা করবে এবং আশীর্বাদ নিবে। এর অতিরিক্ত পা দুটি স্পর্শের মাধ্যমে আপনার মনের আশা পূর্ণ হবে।

গত জুলাই থেকে এখন পর্যন্ত ভ্রমণ করা ছয় রাজ্যের মধ্যে রয়েছে- হরিয়ানা, উত্তর প্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র এবং মধ্য প্রদেশ। বোসাল আরো জানায়, ভারতের বিভিন্ন স্থান থেকে গরুটি দেখার জন্য মানুষ মহারাষ্ট্রের সোলাপুর আসছে। বিভিন্ন স্থান থেকে আসা মানুষ গরুটিকে দেখার পর প্রার্থনাস্বরূপ অর্থ দিয়ে যাচ্ছে।

লক্ষণ বোসালের পরিকল্পনা ভারতের আরো কিছু স্থানে ভ্রমণের পর তিনি একে কাশ্মীরের মাতা বিষ্ণু মন্দিরে রেখে আসবেন। তার মতে মন্দিরে আসা পুণ্যার্থীরা এর থেকে উপকৃত হবে।

ডেইলিমেইল জানিয়েছে, বিচিত্র এই গরুটির ৫টি পা, তবে এখানে ছবিতে ভালোভাবে খেয়াল করলে দেখা যাবে বাস্তবিক অর্থে গরুটির বাড়তি আরও দুটি পা সহ মোট ৬টি পা রয়েছে।
২৩ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে