এক্সক্লুসিভ ডেস্ক : ইস্পাতের বদলে কাঠ ব্যবহার করে গাড়ির ওজন কমানোর প্রচেষ্টা চলছে জার্মানিতে। পরীক্ষা সফল হলে জ্বালানি সাশ্রয় ও বায়ুদূষণ কিছুটা হলেও কমানো সম্ভব হবে।
অতীতে বেশির ভাগ মোটরগাড়িও মূলত কাঠ দিয়েই তৈরি করা হতো। এবার অতীতের সেই কাঠের গাড়ি ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে জার্মানিতে। কাঠের গাড়ি সুস্থ ও দূষণমুক্ত পরিবেশের জন্য খুবই উপযোগী।
জার্মানির প্রথম সারির ফ্রাউনহোফার গবেষণা প্রতিষ্ঠান কাঠের নতুন ব্যবহারের চমকপ্রদ দিশা তুলে ধরেছে। মূলত নতুন মডেলের কাঠের গাড়ি নির্মাণ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে তারা।
ইস্পাতের বদলে কাঠই গাড়ির মূল কাঠামো তৈরির কাজে ব্যবহার করা যাবে বলে গবেষকরা মনে করেছেন। জার্মানির বিজ্ঞান ও গবেষণা মন্ত্রণালয়ের সহায়তায় ফল্কসভাগেনসহ একাধিক প্রতিষ্ঠান দুই বছরের একটি প্রকল্প চালাচ্ছে।
ইস্পাতের বদলে গাড়ির কাঠামোয় বিচ গাছের কাঠ ব্যবহার করে নানা পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে। প্রথম ধাপে স্থির করা হচ্ছে, কোন অংশে আদৌ কাঠের ব্যবহার সম্ভব। শুধু দরজা ও গাড়ির ভেতরের প্যানেল নয়, একে একে আরো অংশেও কাঠ ব্যবহার করা সম্ভব হবে বলে গবেষকরা মনে করছেন। তবে গবেষণার ফল কী হবে তা কেউ জানে না।
কিন্তু তাদের গবেষণা ফলপ্রসূ হওয়ার আগেই কাঠের তৈরি গাড়ির ডিজাইন করে ফেললেন ইসাক চোহান। ১৩ বছর প্রচেষ্টার পর সফল হয়েছেন তিনি। অনেকটা সখের বশেই স্প্লিন্টার নামে এই গাড়ির তৈরির কাজ শুরু করেছিলেন চোহান।
রাস্তায় চালানোর অনুমতি পাওয়ার পর চলতি মাসের প্রথমদিকে এই গাড়ির উদ্বোধন করা হয়। সূত্র : সিসিটিভিনিউজ
২১ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম