বুধবার, ১৩ জানুয়ারী, ২০১৬, ০৪:০৮:৩১

প্রেম করার সহজ কৌশল

প্রেম করার সহজ কৌশল

এক্সুক্লুসিভ ডেস্ক : কথা অাছে, দিল্লি কা লাড্ডু খেলেও পস্তাতে হয়, না খেলেও পস্তাতে হয়। ভালোবাসাটাও ঠিক তেমন। যেমন ভালোবাসা অতিরিক্ত পেলেও মুশকিল, ও দিকে না পেলে তো কথাই নেই!

বছর ভর তো বটেই, বিশেষ করে ভ্যালেন্টাইন্স ডে-তে এই একা থাকার ব্যথাটা চাগাড় দেবে হু-হু করে। বার বার করে চার দিকে চোখ পড়বে, আর মনে হবে, আহা আমি সিঙ্গল, ইশ আমি সিঙ্গল!

তাই এবার একটু মিঙ্গলের জন্য তৈরি হন! হাতে এখনও মাসখানেক সময় আছে। তার মধ্যেই একা থেকে দোকা হয়ে গিয়ে প্রথমে ভ্যালেন্টাইন্স ডে, তার পরে সারা বছর প্রেমের উষ্ণতার আঁচে থাকুন।

১। কী ভাবে? -খুব সোজা। যান দেখি, একটা ডেটিং ওয়েবসাইটে গিয়ে প্রোফাইল তৈরি করে ফেলুন!

না, প্লিজ, উইন্ডোটা বন্ধ করে দেওয়ার কথা ভাববেন না। আমরা গাঁটের কড়ি ফেলে উষ্ণতা লাভের পরামর্শ দিচ্ছি না। প্রেম মানে প্রেমই! নিখাদ, গোলাপি, মেদুর এক সাহচর্য।
 
২। কেন যাবেন ডেটিং সাইটে -শুনতে খুব খারাপ লাগলেও ঠিক যে কারণে আপনি ডিপার্টমেন্টাল স্টোরে যান, ডেটিং সাইটেও যাবেন একই কারণে।

দেখুন, আপনার চার পাশে যারা রয়েছেন, তাদের সবার দিকে কি আপনি অকাতরে তাকাতে পারেন? পারেন না।

আবার, যাকে পছন্দ হল, তাকে গিয়ে মনের কথাটা বলাটাও কি সহজ কাজ? আদপেই নয়। পিটুনি খাবেন কি না, সেই ব্যাপারটা যে মাথায় রাখতে হয়।

তাই, ডেটিং সাইট মোদ্দা কথায় আমাদের হাতে তুলে দেয় অগুনতি সুযোগ। ওখানে যার প্রোফাইল খুশি, ঘুরে আসুন। কেউ আপনাকে বাধা দেবেন না। বড় জোর ব্লক করে দিতে পারেন। তার বেশি আর কিছুই নয়।
 
৩। কেমন হবে প্রোফাইল -এটা প্রোফাইল তৈরি করার প্রথম ধাপ। মাথায় রাখুন, আপনার প্রোফাইলটা আকর্ষক না হলে কেউ আপনাকে পাত্তা দেবে না। তাই প্রোফাইলের ছবিটা সব সময়েই সুন্দর করে দিন। এমন একটা ছবি যাতে আপনাকে সব চেয়ে সুন্দর দেখায়। নিজের ছবি দিতে যদি দ্বিধা থাকে, তবে প্রতীকী ছবি দিতে পারেন। সেক্ষেত্রে ছবিটা যে আপনার নয়, এটা কিন্তু জানিয়ে রাখতে ভুলবেন না। মাথায় রাখবেন, ডেটিং ওয়েবসাইটে ঠকে যাওয়ার ভয় থাকে বলেই ছবি ঠিকঠাক না হলে কেউ এগোতে চান না!

দ্বিতীয় ধাপে বেশ গুছিয়ে নিজের সম্পর্কে কিছু লিখুন। এই করি, সেই খাই গোছের বাক্য নয়। এমন কিছু যার থেকে আপনার বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়। শারীরিক গঠনের থেকেও বুদ্ধির আকর্ষণ বেশি, ভুলে যাবেন না।
 
৪। কী ভাবে এগোবেন -কিছু কিছু ডেটিং ওয়েবসাইটে প্রোফাইল লাইক করার অপশন থাকে। সেই সুবিধে পেলে পছন্দের প্রোফাইলটা লাইক করুন। তার পর একটা কিছু লিখে পাঠান। তবে ভুলেও শুধু হাই বা হ্যালো লিখে পাঠাবেন না। অনেক সময়েই শুধু হাই বা হ্যালো লেখা মেসেজ পেলে অনেকে উত্তর দিতে চান না। কারণটা স্পষ্ট। উল্টো দিকের মানুষটি সুন্দর করে প্রোফাইল সাজিয়েছেন, এবার চাইছেন আপনি তার একটা ফিডব্যাক দিন। সেটা না পেলে তিনি বিরক্ত হতেই পারেন।
তা বলে, শুরুতেই অতিরিক্ত প্রশংসার মধ্যে যাবেন না। সেটাও আপনার ঘুড়ির সুতো কেটে দিতে পারে!

৫। কী ভুলেও করবেন না -বেশ কিছু ডেটিং ওয়েবসাইটের পরিসংখ্যান বলছে, অন্তত ২৫টা মতো বাক্য বিনিময় না হলে বন্ধুত্ব হয় না। অতএব, কেউ আপনার মেসেজের উত্তর দিলেন মানেই তিনি আগ্রহী- এটা ভেবে নেবেন না। কয়েকটা দিন যাক, নম্বর বিনিময় হোক, তার সঙ্গে দেখা করুন- এর ঠিক পরের ধাপে সেই সিদ্ধান্তে আসবেন। নইলে খামোখা কষ্ট পাবেন, এই আর কী!
আর, কেউ আপনার মেসেজের উত্তর না দিলে তাঁকে আর বিরক্ত করবেন না। ঘ্যানঘ্যান করা মানুষকে কেউ পছন্দ করে না।
 
৬। কোন ডেটিং ওয়েবসাইটে যাবেন -মিঙ্গল (mingle), হিন্জ (hinge)- এ রকম বেশ কিছু নির্ভরযোগ্য ডেটিং ওয়েবসাইট আছে। দেখুন, কোনটা আপনার ভাল লাগে!
 
তার পর ধাপে ধাপে এগোতে থাকুন নিবিড় প্রেমের পথে।
শুভেচ্ছা রইল!
১৩ জানুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে