শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১, ০৯:১৫:৩২

বিশ্বের প্রথম টেক্সট ম্যাসেজ কে কাকে পাঠিয়েছিলেন, কী লেখা ছিল?

বিশ্বের প্রথম টেক্সট ম্যাসেজ কে কাকে পাঠিয়েছিলেন, কী লেখা ছিল?

বর্তমানে টেক্সট ম্যাসেজ পাঠানো যেন পানির মতো একটি সহজ কাজ। কিন্তু শুরুতে এমন ছিল না। তখন হয়ত কেউ ভাবতেও পারেনি এভাবে কেউ কাকে টেক্সট ম্যাসেজ পাঠানো যেতে পারে। তবে সবাইকে অবাক করে সেটা কিন্তু সম্ভব হয়েছিল তাও আবার ত্রিশ বছর আগে! ওই ম্যাসেজটি এখন নিলাম উঠতে যাচ্ছে।

আন্তর্জাতিক গণমাধ্যম মিরর এক প্রতিবেদনে জানিয়েছে, ১৯৯২-এর ৩ ডিসেম্বর পাপওয়ার্থ জার্ভিসের ওর্বিটেল ৯০১ হ্যান্ডসেটে বড়দিনের শুভেচ্ছাবার্তা ওই টেক্সট ম্যাসেজের মাধ্যমে পাঠাতে সক্ষম হয়েছিলেন। আর এভাবেই এটাই হয়ে ওঠে বিশ্বের প্রথম টেক্সট ম্যাসেজ।

আগামী ২১ ডিসেম্বর নিলামে উঠবে এই ম্যাসেজ। ফ্রান্সের অগট্টেস অকশন হাউস এর নিলামের আয়োজন করবে। এই ম্যাসেজে মাত্র ১৪ ক্যারেক্টার ব্যবহার করা হয়েছিল। ম্যাসেজে লেখা ছিল ‘মেরি ক্রিসমাস’। এই ম্যাসেজ নিলামে ক্রিপ্টোকারেন্সিতে কেনা যাবে।

সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, এই ম্যাসেজ প্রায় ১ কোটি ৭১ লাখ টাকায় নিলাম করা হবে। বিশ্বের প্রথম টেক্সট মেসেজের জন্য সবচেয়ে বেশি দর যিনি হাঁকবেন, বিক্রয়ের ক্ষেত্রে তাকেই অগ্রাধিকার দেওয়া হবে। এর মধ্যে থাকবে সেন্ডার ও রিসিভারের তথ্য সংক্রান্ত একটি ডিজিটাল ফাইলও।

জানা যায়, ১৯৯২ সালের ডিসেম্বরে প্রথম টেক্সট ম্যাসেজটি কোম্পানির এক কর্মীর ভোডাফোন নম্বর থেকে পাঠানো হয়েছিল। এই টেক্সট ম্যাসেজ পাঠিয়েছিলেন বার্কশায়ারের নিউবুরির ইঞ্জিনিয়ার নীল পাপওয়ার্থ। ওই টেক্সট ম্যাসেজ তিনি পাঠিয়েছিলেন পাপওয়ার্থকে। তিনি ছিলেন তখন ২২ বছরের টেস্ট ইঞ্জিনিয়ার। ভোডাফোনের জন্য শর্ট ম্যাসেজ সার্ভিস (এসএমএস)-র জন্য কাজ করছিলেন পাপওয়ার্থ। ভোডাফোন ছিল তার ক্লায়েন্ট।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে