এক্সক্লুসিভ ডেস্ক : আফগানিস্তানের সাবেক তালেবান নেতা মোল্লা ওমরের মৃত্যু নিয়ে ক্রমশ ধোয়াশা তৈরি হচ্ছে। সেই সাথে নতুন নতুন বিতর্কও যুক্ত হয়েছে। তাতে ঘি ঢালছে নেতৃত্বের কোন্দল।
তালেবানের সঙ্গে সংশ্লিষ্ট ফিদাই মাহনাজ সশস্ত্রগোষ্ঠীর দাবি, মোল্লা ওমরকে ওষুধের বদলে এ বিষ দেয়া হয়েছে। মানসুর এ কাজটি করেছেন দাবি করে বিবৃতিতে আরো বলা হয়, ওষুধটি সংযুক্ত আরব আমিরাত থেকে আনা হয়েছিল। এটি ধীরে ধীরে মোল্লা ওমরকে মেরে ফেলেছে বলে বিবৃতিতে দাবি করা হয়।
ফিদাই মাহনাজের বিবৃতিতে বলা হয়েছে, ২০১৩ সালে কাতারে তালেবানের লিঁয়াজো দফতর খোলা নিয়ে ওমর এবং মানসুরের মধ্যে প্রচণ্ড কথা কাটাকাটি হয়েছ। এ ওষুধ খাওয়ার তিন দিনের মধ্যেই মোল্লা ওমর মারা যায় বলে ফিদাই মাহনাজ গোষ্ঠী দাবি করেছে।
অবশ্য মোল্লা ওমর মারা যাওয়ার নিয়ে পরস্পর বিরোধী অনেক খবরই পাওয়া যাচ্ছে। কেউ কেউ দাবি করছেন গুলিতে নিহত হয়েছেন, অন্যদিকে কেউ কেউ দাবি করছে অসুখে ভুগে মারা গেছেন মোল্লা ওমর।
তালেবান সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের প্রবীণ সাংবাদিক রহিমুল্লাহ ইউসুফজাই বলেছেন, মোল্লা ওমরের লাশ কবর থেকে তোলা হয়েছিল এবং বুকে এবং মাথায় দু’টো গুলির চিহ্ন পাওয়া গেছে বলে কেউ কেউ দাবি করেছেন। অন্যদিকে সাবেক এক তালেবানমন্ত্রী দাবি করেছেন, মোল্লা ওমর যক্ষ্মায় ভুগে মারা গেছেন। সূত্র: রেডিও তেহরান
২১ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/