এক্সক্লুসিভ ডেস্ক : নারীরাও যে পারে তা প্রমাণ করে দেখালেন। এক দুর্দান্ত সাহসী নারীর বুদ্ধিমত্তার কাছে হার মানলো রাক্ষুসী কুমির। প্রতিদিনের মতো ওইদিন খালের ধারে বাসন মাজতে গিয়েছিলেন তিনি৷
হঠাৎই তার দিকে ধেয়ে আসে হিংস্র জন্তুটি৷ কিছু বুঝে ওঠার আগেই তার ওপর ঝাঁপিয়ে পড়ে ভয়ঙ্কর কুমিরটি৷ নিজেকে পানির মধ্যে তলিয়ে যেতে দেখে হাল ছাড়েননি ওই গৃহবধূ৷ হিংস্র জন্তুটির কাছে আত্মসমর্পণ করেননি তিনি৷
হাতে থাকা খন্তি দিয়েই পাল্টা আঘাত করেন কুমিরের চোখ ও কপালে৷ ব্যস! আর যাই কই? মুখের আহার ফেলে পালাতে থাকে কুমিরটি৷ হাসপাতালের বিছানায় শুয়ে ভয়াবহ সেইদিনের অভিজ্ঞতার কথা শোনাচ্ছিলেন ভারতের ওড়িশার সিনগিরি গ্রামের বছর ৩৭-এর সাবিত্রী সামাল৷
এ ধরনের ঘটনা এই প্রথম নয়, গত কয়েক মাসে জাতীয় উদ্যানের পাশে কুমিরের হামলার শিকার হয়েছেন স্থানীয় বাসিন্দারা৷ ওইসব হামলায় চিকিৎসার খরচের দায়িত্ব নিয়েছে রাজ্য বন দফতর৷ এবারের কুমিরের হামলায় আহত সাবিত্রী সামালেরও চিকিৎসার খরচ যোগাবে তারা।
২১ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/