বুধবার, ১৩ জানুয়ারী, ২০১৬, ০৯:০৯:২১

দুটি কারণে কনের বাম হাতের চতুর্থ আঙুলে আংটি পরানো হয়

দুটি কারণে কনের বাম হাতের চতুর্থ আঙুলে আংটি পরানো হয়

এক্সক্লুসিভ ডেস্ক : সাধারণত একটি ছেলে অথবা মেয়ে বিবাহিত কিনা এই বিষয়টি বুঝাযায় তার রিং ফিঙ্গার আঙুল দেখে। আসলে প্রথিবীর বেশিরভাগ দেশেই অনুষ্ঠানিক ভাবে বিবাহ সম্পন্ন হওয়ার আগেই হবু স্বামী-স্ত্রীর মধ্যে আঙুটি বদল করা হয়ে থাকে। কিন্তু এই আঙটি শুধুমাত্র বাম হাতের চতুর্থ আঙুলে পরানোর জন্য অনেকেই অনেক রকম যুক্তি দিয়ে থাকেন। তবে কেন এর সঠিক কোন কারণ আজও জানা যায়নি।

যদিও চীনারা মনে করেন, এই আঙুটি সাধারণত স্বামী এবং স্ত্রীর মধ্যেকার গভীর সম্পর্কের ইঙ্গিত দেয়। সব থেকে বড় কথা হল রোমানরা এই বিষয় একটি অসাধারণ যুক্তি দিয়েছে। তাদের মতে বাঁ হাতের চতুর্থ আঙুলে একটি শিরা থাকে, যা সরাসরি হৃদয়কে নির্দেশ দেয়। তাই এই বিবাহের পর এই আঙুলে আংটি সাধারণত স্বামী-স্ত্রীর হৃদয় এক করে রাখে। তবে তদের একটি গবেষণায় জানা যায় আমাদের প্রতিটি আঙুলই কোনো না কোনো বিষয়কে নির্দেশ করে।
১৩ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে