এক্সক্লুসিভ ডেস্ক : টাকা-পয়সা জমিয়ে দেশ-বিদেশে ভ্রমণের পরিকল্পনা করে থাকেন অনেকে। এমন পরিকল্পনা থাকলে পকেট যথেষ্ট মোটা করে নিতে হবে। সম্প্রতি প্রকাশিত ব্যয়বহুল শহরের তালিকায় প্রথমেই উঠে এসেছে কেম্যান আইল্যান্ডসের নাম। দ্বিতীয় স্থানে সুইত্জারল্যান্ডের জুরিখ। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরগুলোর সন্ধান নিন, যেতে চাইলে পকেট ভারী করুন।
১. কেম্যান আইল্যান্ডস
বিশ্বের ব্যয়বহুল শহরগুলোর মধ্যে প্রথম স্থানে কেম্যান আইল্যান্ডস। ক্যারিবিয়ান সাগরের তীরবর্তী এই ব্রিটিশ ওভারসিজ টেরিটরিতে থাকার খরচ সবচেয়ে বেশি। ব্যয়বহুল গণপরিবহনেও এ শহর এক নম্বরে।
২. জুরিখ
বহু ভ্রমণপিপাসুর কাছেই সুইত্জারল্যান্ড প্রথম পছন্দের দেশ। তবে সুইত্জারল্যান্ড বেড়াতে যাওয়ার প্ল্যান থাকলে খরচের বিষয়টিও মাথায় রাখতে হবে। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় দ্বিতীয় স্থানেই রয়েছে সুইত্জারল্যান্ডের শহর জুরিখ।
৩. তৃতীয় স্থানে রয়েছে ব্রিটেনের রাজধানী। শুধু থাকার খরচই নয়, গণপরিবহন লন্ডনে বেশ ব্যয়সাপেক্ষ। ব্যয়বহুল গণপরিবহনে লন্ডনের স্থান বিশ্বে দ্বিতীয়। সিনেমার টিকিটের দামও সবচেয়ে বেশি লন্ডনেই।
জেনে নিলাম বিশ্বের ব্যয়বহুল শহরগুলোর নাম। তবে জানা হলো সস্তা শহরের নাম। বিশ্বের সবচেয়ে সস্তার শহর ভারতের চেন্নাই। চেন্নাইয়ে থাকা-খাওয়ার খরচ সবচেয়ে কম।
২১ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/