মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২, ০৫:১৫:১৯

তুরস্ক ছাপিয়ে সেই আইসক্রিম বিক্রেতা এখন গোটা বিশ্বে ভাইরাল

তুরস্ক ছাপিয়ে সেই আইসক্রিম বিক্রেতা এখন গোটা বিশ্বে ভাইরাল

এক্সক্লুসিভ ডেস্ক : তুরস্কের অন্যতম ঐতিহ্যবাহী শহর আনতালিয়া। এমনকি পর্যটকদের কাছেও এ স্থানটি অন্যতম আকর্ষণীয়। তবে সেই ইতিহাস ও ঐতিহ্যকে ছাপিয়ে এ শহরকে নতুনভাবে বিশ্বে পরিচয় করিয়ে দিচ্ছেন সাধারণ এক আইসক্রিম বিক্রেতা। তবে তিনি এখন আর সাধারণ নয়, হয়ে উঠেছেন অসাধারণ। 

যার কথা বলছি তিনি আরও কেউ নন মেহমুত ডিঙ্ক। তবে তিনি সবার কাছে কিলগিন ডোনডুরমাইসে বা ক্রেজি আইসক্রিমম্যান নামেই বেশি পরিচিত। তুরস্কে আইসক্রিম বিক্রেতারা ক্রেতাদের হাতে আইসক্রিম দিতে খুঁনসুটি করতে বরাবরই ভালোবাসেন। বিশেষ করে মজার ছলে বা বিভিন্ন কৌশল খাটিয়ে ক্রেতাকে ধরে রাখেন বিক্রেতারা। কিন্তু ক্রেতা কখনো রাগান্বিত বা বিরক্ত হন না। 

মূলত, ক্রেতারাও উপভোগ করেন বিক্রেতাদের এ কৌশল। কিন্তু সব কৌশলকে ছাপিয়ে আরও একধাপ এগিয়ে গেছেন মেহমুত ডিঙ্ক। তার বিশেষ কৌশল ও সাথে গানের তালে নাচ নিয়ে আলোচনা হচ্ছে সর্বত্র। তার জনপ্রিয়তা আনতালিয়া ছাড়িয়ে বিশ্বের নানা দেশেও ছড়িয়ে পড়েছে। আইসক্রিম কেনা মূল উদ্দেশ্য নয়, বেশিরভাগ পর্যটকের মূলত আবদার থাকে তার সঙ্গে একটি সেলফি তোলার।

ক্রেজি আইসক্রিমম্যান মেহমুতের গান ও স্টাইল জনপ্রিয়তা পেয়েছে তুরস্কের বাইরেও। বিভিন্ন দেশের মানুষ তার গানের তালে, তার স্টাইলে নেচে সেই ভিডিও আপলোড করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমনকি, পাকিস্তানে মেহমুতকে অনুসরণ করে গানের তালে বিরিয়ানি বিক্রি করতে দেখা গেছে। বাদ যায়নি আমাদের বাংলাদেশও। পূর্বাচলে চলতি মাসে শুরু হওয়া বাণিজ্য মেলায়ও ছাপ পড়েছে কিলগিন ডোনডুরমাইসের গানের সঙ্গে নৃত্যের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে