সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:৫২:৩৩

ভারতীয় এক তরুণ পণ্ডিতের বিস্ময়কর সাফল্য

ভারতীয় এক তরুণ পণ্ডিতের বিস্ময়কর সাফল্য

এক্সক্লুসিভ ডেস্ক : নিশ্চল নারায়ণম। বিস্ময়কর সাফল্যের আরেক নাম। ভারতের হায়দারাবাদে জন্ম নেয়া এই তরুণ ইতোমধ্যে দু-দুটো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের অধিকারী হয়েছন। উনিশ বছর বয়সী এই যুবককে ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল চিহ্নিত করেছে দুনিয়ার বুদ্ধিমান মস্তিষ্কের অধিকারী ৭ জনের একজন হিসেবে। তার পাণ্ডিত্য বা মেধার শেষ এখানেই নয়।

ভারতের নিয়ম অনুযায়ী একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের বয়স ২১ বছর না হলে তাকে প্র্যাক্টিসের লাইসেন্স দেওয়া যায় না। কিন্তু নিশ্চল নারায়ণম ২১ বছরের অনেক আগেই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। ভারতের সবচেয়ে কনিষ্ঠ অ্যাকাউন্ট্যান্টও তিনি।

তিনি মাত্র ১৫ বছর বয়সেই সিএ পরীক্ষার দ্বিতীয় স্তর উত্তীর্ণ হয়ে একটি কোম্পানিও খুলে ফেলেছেন। যার নাম নিশ্চল'স স্মার্ট লার্নিং সলিউশন প্রাইভেট লিমিটেড।


তবে, নিয়মের গেরোয় এখনও লাইসেন্সটি জোগাড় করতে পারেননি ওই তরুণ। এ জন্য তাকে অপেক্ষা করতে হবে আরও কয়েক বছর।

 

হায়দ্রাবাদের ওসমানিয়া ইউনিভার্সিটি থেকে বাণিজ্যে স্নাতকোত্তর শেষ করে সিএ পড়াই নয়, আরও অনেক কীর্তি রয়েছে এই মেধাবীর। যখন মাত্র আট বছর বয়স, তখনই সংস্কৃতে স্নাতকোত্তর করা শেষ।

 

নয় বছর বয়সে বাবার অফিসের ব্যালান্স শিটে ভুল খুঁজে বের করতেন নিশ্চল নারায়নম। আর দশে পড়ার আগেই চ্যাম্পিয়ন। বিশ্বের অনূর্ধ্ব-১০ বাচ্চাদের হারিয়ে 'ওয়ার্ল্ড মেমোরি চ্যাম্পিয়ন'। ওই বয়সেই ম্যাথমেটিক্স ল্যাবোরেটরি নকশাও তৈরি করে ফেলেছেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
২১ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে