বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০১৬, ০৩:৩৭:৩৫

ভিখারির জমানো ৪ বস্তা টাকা পুড়ে ছাই, কান্নার রোল

ভিখারির জমানো ৪ বস্তা টাকা পুড়ে ছাই, কান্নার রোল

এক্সক্লুসিভ ডেস্ক : ঝুপড়ির আগুতে আর যাই থাকুক অন্তত টাকার বস্তা থাকার কথা নয়। তাই কিন্তু সেই ঝুপড়ির আগুনেই পুড়ে খাক হয়ে গেল বস্তাবন্দী লাখ লাখ টাকা। একথা শুনে নিশ্চয়ই সবাই অবাক হচ্ছেন! আসলে এমনই ঘটনা ঘটেছে ভারতে। দেশটির মুম্বইয়ের কল্যান এলাকায় ভিক্ষা চেয়ে জীবন ধারণ করতেন আব্দুল রহমান নামের এক বৃদ্ধ। তাঁর এক চিলতে ঝুপড়িতে যে টাকা বোঝাই চার-চারটে বস্তা রয়েছে, তা অনেকেরই কল্পনার অতীত। ঝুপড়িতে আগুন লাগায় বিষয়টি প্রকাশ্যে এসেছে। স্ত্রীকে সঙ্গে নিয়ে ওই ঝুপড়িতে থাকতেন রহমান। মেয়ের বিয়ে হয়ে গেছে। ছেলে আলাদা থাকেন। অগ্নিকাণ্ডের পর তাঁর ছেলে ঝুপড়িতে এসে যা দেখলেন, তাতে তাঁর চোখ কপালে উঠে গেল। আর সেই সঙ্গে আফসোশ। চার চারটি টাকা-ভর্তি বস্তা পুড়ে খাক হয়ে গেছে। রহমানের সন্দেহ, কেউ ইচ্ছা করে তাঁর ঝুপড়িতে আগুন লাগিয়ে দিয়েছে।
এই ঘটনায় ভিক্ষা থেকে  বিপুল অর্থ আয়ের আরও একটি ঘটনা প্রকাশ্যে এসেছে।  এর আগেও লক্ষপতি ভিখারির সন্ধান পাওয়া গিয়েছে বলে জানিয়েছে এবিপি।
ভারত জৈন: ৪৯ বছরের ভারত জৈনের মুম্বইয়ের পারেল এলাকায় ৭০ লাখ টাকার বেশি দামের ফ্ল্যাট রয়েছে। এছাড়া একটি দোকান ভাড়া দিয়ে মাসে ১০ হাজার টাকা আয় হয় তাঁর। ভিক্ষা করে প্রতি মাসে প্রায় ৭৫ হাজার টাকা তাঁর আয় হয় বলে জানা গেছে।
কৃষ্ণ কুমার গিতে: মুম্বইয়ের চামি রোডে সিপি ট্যাঙ্ক এলাকায় ভিক্ষা করেন  গিতে। দিনে রোজগার প্রায় দেড় হাজার টাকা। নাল্লাসোপারাতে তাঁর একটি ফ্ল্যাটও রয়েছে তাঁর। ভাইয়ের সঙ্গে থাকেন তিনি।
শম্ভাজী কালে: বিরারে একটি ফ্ল্যাটের মালিক শম্ভাজী। সোলাপুরে রয়েছে দুটি বাড়ি। মুম্বইয়ের খার এলাকায় ভিক্ষা করেন তিনি। ব্যাঙ্কে জমা রয়েছে হাজার পঞ্চাশেক টাকা।
সাবিত্রী দেবী: পটনার এই মহিলা জীবনবীমার প্রিমিয়াম হিসেবেই বছরে ৩৬ হাজার টাকা জমা দেন। পটনার অশোক সিনেমার পিছনে সাবিত্রী দেবীর বিলাবহুল ফ্ল্যাটও রয়েছে। মেয়ের বিয়ে হয়ে গিয়েছে এবং সুখেস্বচ্ছন্দেই রয়েছে।
১৪ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে