বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২, ০৫:৪৮:৫৩

Google Meet-এ বিয়ে, হোম ডেলিভারিতে প্রীতিভোজ : অভিনব আয়োজনে ভাইরাল যুগল

Google Meet-এ বিয়ে, হোম ডেলিভারিতে প্রীতিভোজ : অভিনব আয়োজনে ভাইরাল যুগল

এক্সক্লুসিভ ডেস্ক : বিয়ে গুগল মিটে (Google Meet) আর প্রীতিভোজ অনলাইন হোম ডেলিভারিতে। জোম্যাটোতে (Zomato) একেবারে ঘরে ঘরে পৌঁছে যাবে খাবার। পূর্ব বর্ধমানের এক যুগলের এই অভিনব বিয়ের আয়োজন এখন নেট দুনিয়া থেকে পুরো জেলায় আলোচ্য বিষয় হয়ে উঠেছে। 

পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের মেমারির পাল্লারোডের পাত্র সন্দীপন সরকার। পাত্রী পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বাসিন্দা অদিতি দাস। দুজনের ৬ মাসের প্রেম অবশেষে পরিণতি পেতে চলেছে। আগামী ২৪ জানুয়ারি দুজনের বিয়ে। দিন আগেই ঠিক হয়েছিল। প্লানিং ছিল অনেক কিছু কিন্তু রাজ্যে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ায় অনুষ্ঠানে রাশ টানতে হয় দুই পরিবারকেই। 

রাজ্য সরকার বিয়ের অনুষ্ঠানে সম্প্রতি ২০০ জনকে হাজির থাকার অনুমতি দিয়েছে কিন্তু বিয়ের অনুষ্ঠানের জাঁকজমক কমাতে চান না সন্দীপন-অদিতি। অদিতির শাঁখারী পুকুর বাড়ির কাছেই এক ক্লাবের মাঠে হবে বিয়ের অনুষ্ঠান আর বৌভাতের অনুষ্ঠানের আয়োজন সন্দীপনের বাড়ির ছাদে হয়েছে। তবে সন্দীপনের মতে বিয়ের এমন আনন্দের মুহূর্তে সতর্ক থাকতে হবে। তিনি নিজেও সম্প্রতি করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন।

তাই করোনা কালে বিয়ে করতে গিয়ে বর-কনে এবং অতিথি, সবারই সুরক্ষাকেই অগ্রাধিকার দিচ্ছে বরপক্ষ-কনেপক্ষ। বিয়ের অনুষ্ঠানে যাদের থাকতে হবে, শুধুমাত্র তারাই সশরীরে থাকবেন বিয়ের অনুষ্ঠানে সরকারি বিধি মেনে। সন্দীপন-অদিতির বিয়েতে নিমন্ত্রিত বহু। তাদের জন্য বিয়ের ও বউ ভাতের ভার্চুয়াল উপস্থিতির ব্যবস্থা করেছেন তারা। একইসঙ্গে ব্যবস্থা রয়েছে খাওয়া দাওয়ার। 

প্রীতিভোজ হবে হোম ডেলিভারির মাধ্যমে। এরজন্য সন্দীপন জানান, জোম্যাটো অনলাইন হোম ডেলিভারি মারফৎ ঘরে ঘরে পৌঁছে দেবে খাবার। পাত্রের এমন সিদ্ধান্তে রাজি হয় পাত্রীও। সন্দীপনের বাড়িও রাজি । তবে এমন সিদ্ধান্ত শুনে পাত্রীর বাবা প্রথমে পাগলের ভাবনা বলে উড়িয়ে দিলেও পরে দু জনের সিদ্ধান্তে রাজি হন। সূত্র : aajtak

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে