সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:০১:৫৬

যেখানে এক মাইল রিকশায় চড়লে গুনতে হবে ২৫০০০ টাকা!

যেখানে এক মাইল রিকশায় চড়লে গুনতে হবে ২৫০০০ টাকা!

এক্সক্লুসিভ ডেস্ক: এ যেন রূপকথার গল্প! রিকশায় এক মাইল রাস্তার জন্য এক যাত্রীতে গুনতে হয়েছে ২০৬ পাউন্ড, যা বাংলাদেশি টাকায় প্রায় ২৫ হাজার টাকা। লন্ডনের রাস্তায় এক যাত্রীর কাছ থেকে এই টাকা নেয়ার অভিযোগ উঠেছে এক রিকশা চালকের বিরুদ্ধে।

 

আরোহীদের কাছ থেকে চালক এই পরিমাণ অর্থ দাবী করছে এরকম একটি ভিডিও প্রকাশ করে ব্রিটিশ সংবাদপত্র ইভনিং স্ট্যান্ডার্ড এই খবরটি দিয়েছে। শহরের মাঝখানে অক্সফোর্ড সার্কাস থেকে মার্বেল আর্চ পর্যন্ত রিকশায় করে যাওয়া এই যাত্রীরা বিদেশি পর্যটক।

 

এই ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, সেখান দিয়ে যাওয়ার সময় একজন পুলিশ রিকশা চালককে জিজ্ঞেস করছেন এতোটুকু রাস্তার জন্যে দুশো পাউন্ড দাবি করছেন কেন? এসময় পুলিশের কথায় চালক কান দেয়নি। বরং জবাব ছিলো তার দাম বা প্রাইস লিস্ট এরকমই। এবং অর্থ ফেরত দিতেও তিনি অস্বীকৃতি জানান।

 

তিনি আরো জানান, যাত্রীদের তিনি আগেই বলেছিলেন যে  প্রতি মিনিটের জন্য তাকে ১০ পাউন্ড দিতে হবে।

 

রিকশার আরোহী ছিলেন একজন মহিলা ও তার অল্প বয়সী ছেলে। ছেলেটি বার বার চালকের কাছে ১০০ পাউন্ড ফিরিয়ে দেওয়ার দাবি করছিল।

 

ভিডিওটি যিনি ধারণ করেছেন তিনি বলেছেন, এই ঘটনায় তিনি অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন। লন্ডনের রাস্তায় ১৬ বছর ধরে ক্যাব চালাচ্ছেন তিনি। বলেছেন, এটুকু পথের জন্যে হয়তো সাত পাউন্ড নেওয়া যেতো।

 

তিনি বলেন, মহিলা যাত্রীটি ভালো করে ইংরেজি বলতে পারছিলো না। রিকশা চালক জানেন যে পর্যটকরা ব্যাঙ্ক কার্ড ব্যবহার করে না। তাদের কাছে থাকে নগদ অর্থ। রিকশা চালক সেটারই সুযোগ নিয়েছেন।

 

এ ঘটনার পর লন্ডনের মেয়র বরিস জনসন রিকশা নিয়ন্ত্রণের জন্য ক্ষমতা দাবি করেছেন। ওই রিকশা আরোহীর নাম-পরিচয় জানা যায়নি। সূত্র: বিবিসি, ডেইলি মেইল
২১ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে