সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:০২:৪৯

ফড়িং শিকারি গাছ!

ফড়িং শিকারি গাছ!

এক্সক্লুসিভ ডেস্ক :  এতদিন অবধি অনেকদিনের যোগাযোগ না থাকা প্রিয়জনের সন্ধান মিলত সোশ্যাল মিডিয়া ফেসবুকের হাত ধরে।  এবার ফেসবুকের সাফল্যের মুকুটে যোগ হলো আরো একটি পালক।  এবার নতুন এক প্রজাতির গাছের সন্ধান দিল ফেসবুক।

ব্রাজিলের এক অপেশাদার গবেষক দক্ষিণ-পূর্ব ব্রাজিলের এক পাহাড়ে দেখতে পান অজ্ঞাত পরিচয় একটি গাছের।  গাছটির ছবি নিজের ফেসবুক পেজে পোস্ট করেন রেগিনাল্ডো ভাস্কোঁসেলোস নামে ওই ব্যক্তি।  

তার ফেসবুক পোস্টটি সম্প্রতি নজরে আসে মিউনিখের এক দল উদ্ভিদ বিজ্ঞানীর।  গাছটি নজরে আসতেই গবেষণার কাজে লেগে পড়েন তারা। ফাইটোটাক্সা নামের একটি জার্নালে সম্প্রতি তারা এই নতুন প্রজাতির গাছের আবিষ্কারের কথা জানিয়েছেন।

বিজ্ঞানীদের দাবি, দেড় মিটার লম্বা গাছটি মাংসাশী।  আঠালো শুঁড় আছে গাছটির।  প্রায় ২৪ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে এর এক একটি পাতা, যা ফড়িং জাতীয় পতঙ্গ শিকার করতে সাহায্য করে গাছগুলোকে।  

বৃহৎ আকারের জন্য গাছটির নাম তারা দিয়েছেন ‘ম্যাগনিফিসিয়েন্ট সানডিউ’।  বৈজ্ঞানিক নাম ‘দ্রোসেরা ম্যাগনিফিকা’।  এটিই প্রথম গাছ ফেসবুকের সাহায্যে যার সন্ধান পাওয়া গেল।  

উদ্ভিদ বিজ্ঞানীরা জানিয়েছেন, লাতিন আমেরিকায় আবিষ্কৃত এটি দ্বিতীয়-বৃহত্তম মাংসাশী প্রজাতির গাছ।  এটিই প্রথম সানডিউ প্রজাতির গাছ, যার খোঁজ মিলেছে লাতিন আমেরিকায়।  সূত্র : আনন্দবাজার
২১ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে