এক্সক্লুসিভ ডেস্ক : ঈল মাছ কিন্তু সাধারণ দশটি মাছের মতো নয়। নিজেকে রক্ষায় হয়ে যেতে পারে অতি ভয়ঙ্কর। নিজের শরীরে উৎপন্ন করতে পারে হাইভোল্টেজ বিদ্যুৎ! বাস্তবে যে তাই করে তার এক নজির দেখাল এমন এক ঈল মাছ।
ভিডিওতে দেখা যায়, এক ঈল মাছ শিকার করতে গিয়েই প্রাণ গিয়েছে এক কুমিরের। অবশেষে প্রকাশ্যে এসেছে সেই ভিডিও। যে ঘটনা সচরাচর দেখা যায় না। তবে ভিডিওটি কোথাকার তা অবশ্য জানা যায়নি।
শিকারির হাত থেকে বাঁচতে শরীরে প্রচুর বিদ্যুৎ উৎপন্ন করে ঈল। এক্ষেত্রেও তেমনটাই ঘটেছে। ভিডিওতে দেখা যাচ্ছে একটি জলাশয়ের পাড়ের কাছে একটি ঈল মাছ। তার ঠিক কাছেই ঘাপটি মেরে ছিল একটি কুমির। সুযোগ বুঝে ঈল মাছটিকে চোয়ালের মাঝে চেপে ধরতেই ঘটল বিপত্তি।
ঈলের শরীরে উৎপন্ন ৬০০ থেকে ৮৬০ ভোল্টের বিদ্যুতের ঝটকায় কুমিরের শরীর কাঁপতে শুরু করে। একটা সময় ছটফট করতে করতে সেটি মারাও যায়। তখনও কুমিরের চোয়ালের মাঝে আটকে ছিল ঈল মাছটি। সেটিও মারা গিয়েছিল। ভিডওটি নেটমাধ্যমে ভাইরাল হয়েছে।
যেভাবে বিদ্যুৎ উৎপন্ন করে ঈল
ঈল মূলত নিজে শিকার করতে শরীর থেকে বিদ্যুৎ উৎপন্ন করে। তবে শিকারির হাত থেকে বাঁচতেও এটি একই পদ্ধতি ব্যবহার করে। নিজের শরীর বাঁকা করে মাথা ও লেজ কাছাকাছি নিয়ে আসে। ঈলের মাথা ধনাত্মক ও লেজ ঋণাত্মক প্রান্তের কাজ করে। তাই অধিক পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করার উদ্দেশ্যে ঈল এমনটি করে থাকে। এরপর ক্রমাগত ইলেকট্রিক শক দিতে থাকে। এতে শিকার/শিকারির পেশী দ্রুত অবসন্ন হয়ে আসে।
একটি পূর্ণবয়স্ক বৈদ্যুতিক ঈল মাত্র ২ মিলিসেকেন্ডে ৬০০ ভোল্ট বিদ্যুৎ উৎপন্ন করতে পারে, যা আমাদের বাসা-বাড়িতে সংযুক্ত বৈদ্যুতিক ব্যবস্থায় প্রাপ্ত ভোল্টের চেয়েও কয়েক গুণ বেশি। সামান্য পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করতেও এরা কয়েক’শ থেকে কয়েক হাজার পেশী কোষ ব্যবহার করে। জানা যায়, ৬০০-৮৬০ ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ উৎপন্ন করতে ৬ ফুট লম্বা ঈল ৬ হাজার পেশী কোষকে ব্যবহার করে।